E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মতিউর রহমানের বোরোর আদর্শ বীজতলা 

২০১৮ জানুয়ারি ০৫ ১৬:২০:০১
মতিউর রহমানের বোরোর আদর্শ বীজতলা 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে উচ্চ ফলনশীল বোরো ধানের আদর্শ ভিত্তি বীজতলা উৎপাদনে করেছে বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষীরা। বৈরী আবহাওয়াতেও বোরো ধানের আদর্শ ভিত্তি বীজতলা উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষী মতিউর রহমান। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা।

৬ লাখ ৯৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে দিনাজপুরে এবার এক লাখ ৭৬ হাজার ৫২ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আর বোরো বীজতোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার হেক্টর জমিতে। আর বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষী মতিউর রহমান আড়াই’শ হেক্টর জমিতে বোরো চাষের জন্য ইতোমধ্যে ১২ একর জমিতে আদর্শ ভিত্তি বীজতলা উৎপাদন করেছেন। মতিউর রহমান জানায়,শীত ও ঘন কুয়াশা থেকে আদর্শ বীজতলা রক্ষায় তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। একারণে নষ্ট হয়নি তার বীজতলা।

বৈরী আবহাওয়াতেও কৃষক মতিউর রহমানের বোরো ধানের আদর্শ ভিত্তি বীজতলা উৎপাদনের সাফল্য দেখে অনেক কৃষক অনুপ্রাণিত হচ্ছেন। প্রতিদিন অনেক চাষী দেখতে আসছেন তার বীজতলা।

মতিউরের বীজতলা দেখে কৃষক ইসাহাক জানিয়েছেন, তিনি এ বীজতলা দেখে অভিভূত। কারণ শীত ও কৃয়াশায় তার বীজতলা নষ্ট হয়ে গেছে। তাই আগামীতে তিনি মতিউর ভাই;ও পরামর্শ নিয়ে বীজতলা তৈরী করতে চান।

দিনাজপুর বিএডিসি’র যুগ্ম পরিচালক,(এসটিসি) মোসাব্বের হোসেন জানিয়েছেন, দিনাজপুরের ৩ শ’ ৫০ জন কৃষক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন উচ্চ ফলনশীল জাতের বোরো ভিত্তি বীজ উৎপাদনে। উচ্চ ফলনশীল ভিত্তি বীজ উৎপাদনে তিনশ’ ৯০টি স্কিমে তিন হাজার ৫শ’ ৫২ হেক্টর জমিতে রোপন করা হচেছ বোরো বীজ।

মতিউরের বীজতলা পরিদর্শনের এসে বিএডিসি’র যুগ্ম পরিচালক(সার) আ.ফ.ম.আফরুজ আলম জানান, এ আদর্শ বীজতলা ও ভিত্তি বীজ উৎপাদনে কৃষককে কারিগরি সহায়তা দিচ্ছে বিএডিসি দিনাজপুর অঞ্চল। ভিত্তি বীজ তৈরীতে আগামীতে বিএডিসি আরো পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রায় আড়াই’শ একর জমির জন্য আদর্শ বোরো বীজতলা তৈরী করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষক মতিউর রহমান। তার সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। পৃষ্টপোষকতা পেলে আগামীতে তার এই আদর্শ বীজতলা পরিধি আরো বৃদ্ধি পাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা।

(ওএস/এসপি/জানুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test