E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে বোরো আবাদের ধুম 

২০১৮ ফেব্রুয়ারি ০৫ ১৮:৪২:২১
হালুয়াঘাটে বোরো আবাদের ধুম 

জোটন চন্দ্র ঘোষ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় কণকণে শীত ও ঠান্ডা হিমেল হাওয়া উপেক্ষা করে ইতিমধ্যে কৃষক-কৃষাণীরা ইরি-বোরো আবাদে ব্যাস্ত সময় পার করছেন। সার ও ডিজেলের সংকট না থাকায় বোর আবাদের ধুম পড়েছে উপজেলার সর্বত্রই।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষক-কৃষাণীরা ঠান্ডাকে উপেক্ষা করে কৃষি কাজে উঠে পড়ে লেগেছে সরকার অনুমোদিত সার ডিলার ফিলিং ষ্টেশন ও জ্বালানী তেল ব্যবসায়ীরা সরকার ঘোষিত নির্ধারিত রেটে বিক্রি করলেও প্রত্যান্ত গ্রাম অঞ্চলের খুচরা দোকান গুলিতে লিটার প্রতি ও সারের বস্তা থেকে ৪-৫ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। পূর্বের তুলনায় বর্তমানে শ্রমিকগণ বেশি বেতন ভাতা ও খোরাকি দাবী করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মেদ বলেন, চলতি অর্থ বছরে বোর মৌসুমে অত্র উপজেলায় ২০ হাজার ৩শত ৬৫ হেক্টর জমিতে বোর চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় তার মধ্য উফশী জাতের ধান ১৫ হাজার ১শত ৬৫ হেক্টর এবং হাইব্রীড জাতের ধান ৫ হাজার ২শত হেক্টর চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। অতি শিঘ্রই পূর্ণ লক্ষ্য মাত্রা অর্জিত হওয়ার আশংকা রয়েছে।

তিনি আরও বলেন, অত্র উপজেলায় ইউরিয়া সারসহ বিভিন্ন সারও পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের বোর চাষাবাদে কোন রকম সারের ঘাটতি যাতে না হয় সে জন্য সার্বক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর তত্ত্বাবধানে তদারকি করছেন।

তিনি বলেন, এ বছর জাতীয় ভাবে প্রতি হেক্টর উফশী জাতের বোর জমিতে ৩.৯১৯ এবং হাইব্রীড জাতের বোর জমিতে ৪.৭৫ মেট্ট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ইউরিয়া, গুটি ইউরিয়া ৮০০ থেকে ৮৫০ টাকা,ডিএপি ১৩০০ টাকা,পটাশ ৭৫০ টাকা,টিএসপি ১১০০ টাকা বস্তায় বিক্রি হচ্ছে।

কোথাও কোথাও এর চেয়ে কম দামেও বিক্রি হচ্ছে। অত্র উপজেলায় ৭৩ হাজার কৃষকের সারের কোন প্রকারের সংকট নেই। জাতীয় ভাবে লক্ষ্যমাত্র অর্জনে সার্বক্ষণিক নিজে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের খোজ খবর নিচ্ছেন বলে তিনি জানান।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test