E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পলাশবাড়ীতে ধানক্ষেতে পাতা মোড়া রোগ ও পোকার আক্রমণ

২০১৮ অক্টোবর ০৭ ১৫:০৩:০৪
পলাশবাড়ীতে ধানক্ষেতে পাতা মোড়া রোগ ও পোকার আক্রমণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আমন ধান ক্ষেতে পাতা মোড়া রোগ ও পোকার আক্রমণ দেখা দেয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

জানা গেছে, চলতি বছর আবহাওয়া অনূকূলে থাকায় কৃষক মনের আনন্দে আমন চারা রোপন করেন। যথাসময়ে সার প্রয়োগ করতে পারায় ধান গাছগুলো লকলকে ও সতেজ হয়ে উঠে।

এতে করে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও বৈরি আবহাওয়ার কারণে পোকার আক্রমণ দেখা দেয়। কৃষক আক্রান্ত জমিগুলোতে বিভিন্ন ব্রান্ডের কীটনাশক প্রয়োগ করেও তেমন কোন সুফল পাচ্ছেন না। অনেক জমিতে ধানগাছগুলো বিবর্ণ হয়ে পড়েছে।

নুরপুর গ্রামের সৈয়াদ আলী জানায়, তার ধানক্ষেতগুলো পাতামুড়ে বিবর্ণ হওয়াসহ ক্রমান্বয়ে রোগাক্রান্ত হয়ে পড়ছে। বাহ্যিক দৃষ্টিতে ক্ষেতের ধানগাছগুলো সতেজ ও লকলকে মনে হলেও জমির মধ্যে প্রবেশ করলে রোগাক্রান্ত গাছগুলো চোখে পড়ে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও তেমন ফল পাচ্ছি না।

এ নিয়ে উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম জানান, এ বছর এ উপজেলায় ২৫ হাজার ৩শ’২৬ হেক্টর জমিতে আমন চারা রোপন করা হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও কিছু কিছু জমিতে পাতা মোড়া রোগ দেখা দিলেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা তেমন একটা নেই। কৃষকদের কীটনাশক ব্যবহারের পরামর্শ নিয়ে উপসহকারী কৃষি অফিসাররা স্ব-স্ব ব্লক চষে বেড়াচ্ছেন।

(এসআরডি/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test