E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে পরিত্যক্ত জমিতে সবজি চাষে কৃষকের ব্যাপক সারা

২০১৮ অক্টোবর ০৭ ১৫:০৬:২০
সুন্দরগঞ্জে পরিত্যক্ত জমিতে সবজি চাষে কৃষকের ব্যাপক সারা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষিতে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে। কৃষকরা বাড়ির উঠানে, আঙিনায়, পরিত্যক্ত জমিতে, বাসা বাড়ির ছাদে নানাবিধ শাক সবজি, ফল মুল ,তরিতরকারি চাষবাদে ঝুকে পড়েছে। এমনকি চরাঞ্চলের গুচ্ছ গ্রাম, আশ্রয়ন প্রকল্প, উঁচুস্থানে কৃষকরা বিভিন্ন রকমের ফসলাদির আবাদ করে আসছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে, যে সমস্ত জমি গো-চারন ভূমি এবং পরিত্যক্ত ছিল সে সমস্ত জমিতে এখন কৃষকরা নানাবিধ শাক সবজি চাষ করে লাভবান হচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় অল্প জমিতে একাধিক ফসল চাষাবাদ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে উপজেলার কৃষকরা।

চলতি মৌসুমে উপজেলার সোনারায় এবং রামজীবন ইউনিয়নের কমপক্ষে ৫০ জন কৃষক তাদের বাড়ির উঠানে, আঙিনায় এবং পরিত্যক্ত জমিতে পেঁপে, হলুদ, সিম, বড়বটি, লাউ, ঢেড়স, বিভিন্ন শাক সবজি চাষাবাদ করে ব্যাপক সারা জাগিয়েছে।

কথা হয় দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের সিম চাষি রাজু মিয়ার সাথে। তিনি বলেন, গত বছর এক বিঘা জমিতে সিম চাষ করে তিনি ২০ হাজার টাকা আয় করেছেন। এ বছরেও তিনি সিমসহ নানাবিধ তরিতরকারি চাষাবাদ করেছেন।

তিনি আরও বলেন, ধান চাষাবাদের চেয়ে সবজি চাষে অধিক লাভ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান, কৃষকরা এখন তরিতরকারি চাষাবাদের উপর ঝুকে পড়েছেন। তরিতরকারি চাষাবাদে খরচ কম লাভ বেশি। তাছাড়া পরিত্যক্ত জমিতে একাধিক সবজি চাষ করা যায়।

(এসআরডি/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test