E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ

২০১৮ ডিসেম্বর ১০ ২২:৫৪:৫৭
চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গাসহ ৪ উপজেলায় ভুট্টোর আবাদ দিন দিন বেড়েই চলেছে। অন্য আবাদের তুলনায় ভুট্টোর আবাদ লাভজনক হওয়ায় কৃষকদের অধিকাংশই ভুট্টোর আবাদের দিকে ঝুঁকে পড়েছেন। ধানের চেয়ে খরচ কম হওয়ায় এবং চাষীরা বেশি লাভের আশায় ভুট্রা চাষ করছে । সরেজমিনে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রাম বাংলার মাঠের পর মাঠ জুড়ে ভুট্রাক্ষেত। 

দামুড়হুদা ভগিরথপুর গ্রামের চাষী সাহিদ আলী জানান, ভুট্রা চাষ লাভজনক ফসল । প্রতিবিঘা ভুট্রা আবাদ করতে খরচ হয় ৮-৯ হাজার টাকা। প্রতিবিঘায় ফলন ভালো হলো ২৫-৩৫ মণ ভুট্রা হয় । আগাম উঠলে প্রতিমণ ভুট্রা ৬-৭শ টাকা দরে বিক্রি করা সম্ভব হয় । তাছাড়াও সারা বছরের জন্য গরুর খাদ্য এবং জ্বালানি পাওয়া যায় এ চাষ থেকে। মেশিনের মাধ্যমে গাছ থেকে ভুটা ছাড়ানোর পর আটি ও গুলগুলো সারা বছরে খড়ি হিসাব কাজে লাগে । তাছাড়াও অন্য চাষের তোলনায় প্ররিশ্রমও কম । অনেকই আবার নাবি করেও অনেকে ভুট্টোর আবাদ করেছেন চাষীরা।

অবাক হলেও সত্য যে, গত ১০ বছর ধরে চুয়াডাঙ্গায় ভুট্টোর আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করছে। চুয়াডাঙ্গা জেলা সদরে ১৩ হাজার ৯শ , আলমডাঙ্গা উপজেলায় ৯ হাজার ২৮৮, দামুড়হুদা উপজেলায় ১২ হাজার ৫শ ও জীবননগর উপজেলায় ৬ হাজার শ ১১০ হেক্টর জমিতে এবার ভুট্টোর আবাদ হয়েছে ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নাইম আল সাকিব জানান, এবছর চুয়াডাঙ্গা জেলায় মোট ৪১হাজার ৭৪১শ হেক্টর জমিতে এবার ভুট্টোর আবাদ হয়েছে। ভুট্টোর আবাদে কৃষকদের লোকসান হচ্ছে না বলেই চলে। প্রায় প্রতিবছরই কিছু না কিছু লাভ হচ্ছে। এ কারণেই এলাকার কৃষকদের অধিকাংশই ভুট্টোর আবাদের দিকে ঝুঁকেছেন । ২৫ থেকে ৩৫ মণ ভুট্টো পাওয়া যায়। ভালোই লাভ হয়। কৃষকরা চান লাভ। যে আবাদে লাভ হয়, সেই আবাদের দিকেই কৃষকরা ঝুঁকতে থাকে ।

(টিটি/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test