E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে পাঁচ কৃষককে কৃষি পুরস্কার ও সম্মাননা প্রদান

২০১৯ ফেব্রুয়ারি ১৩ ১৬:৪৭:১৪
ধামইরহাটে পাঁচ কৃষককে কৃষি পুরস্কার ও সম্মাননা প্রদান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ কৃষককে কৃষি পুরস্কার ও সম্মামনা প্রদান করা হয়েছে। 

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন (এডিবি) খাতের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি পুরস্কার ও কৃষক সম্মামনা প্রদান করা হয়।

ধামইরহাট উপজেলায় নাগ ফজলী আমের উদ্ভাবক হিসেবে আফতাব হোসেন ভান্ডারী, ইঁদুর নিধনে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় বাবুল সরেন, কৃষি যন্ত্রপাতি তৈরিতে আব্দুর রহমান, বিভিন্ন ধরণের বীজ উৎপাদনে বাবুল হোসেন এবং কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনে বিশেষ অবদান রাখায় মাজেদুর রহমানকে এ পুরস্কার ও সম্মামনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন ও সংবর্ধিত কৃষক বাবুল হোসেন।

উল্লেখ্য, উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদেরকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে কৃষি পুরস্কার ও কৃষক সম্মামনা প্রদান করায় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় সুধীজন এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্ট মহলকে সাধুবাদ জানিয়েছেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test