E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুমকিতে শীতকালীন কৃষিতে ব্যাপক সাফল্য

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১৭:০৭:২২
দুমকিতে শীতকালীন কৃষিতে ব্যাপক সাফল্য

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে হাইড্রোপনিক পদ্ধতির সবজি চাষে ব্যপক সফলতা এসেছে। উপজেলার লেবুখালী আঞ্চলিক কৃষি গবেষণা ইনষ্টিটিউটের চলমান গবেষণায় বিল্ডিংয়ের ছাদে হাইড্রোপনিক পদ্ধতিতে অল্প জায়গার পরীক্ষা মূলক সবজি চাষে এ সফলতা দেখা যায়। 

উপজেলার লেবুখালী আঞ্চলিক কৃষি গবেষনা ইনষ্টিটিউটের একটি বিল্ডিংয়ের ছাদে মাত্র ২শতাংশ যায়গায় পরীক্ষামূলক ভাবে হাইড্রোপনিক পদ্ধতি ব্যবহারে কেপসিক্যাম, টমেটো, মেলন, তরমুজ, বেগুন, শষা ইত্যাদি ৩শ’টি সবজি চারার চাষ করা হয়। ইতোমধ্যে প্রতিটি চারায় সবজির ফলন ধরেছে।

সরেজমিন দেখা যায়, বিল্ডিংয়ের ছাদে প্লাষ্টিকের পাইপের মধ্যে ৩ফুট অন্তর ছিদ্র করে কয়েকটি সারিতে সবজির চারা লাগানো হয়েছে। এ ছাড়া প্লাষ্টিকের ড্রাম, বালতিতেও লাগানো হয়েছে নানা জাতের সবজির চারা। প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ ও পদ্ধতিগত নিবির পরিচর্যায় ছাদ বাগান এখন পরিপূর্ণ হয়ে গেছে। প্রায় প্রতিটি সবজি গাছে বেশ ফলনও ধরেছে।

ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, একটি পরিবারের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে হাইড্রোপনিক পদ্ধতির সবজি চাষ বেশ উপযুগী। এ পদ্ধতিতে সবজি চাষ করে কম খরচে বেশী সবজি ফল উৎপদান করা সম্ভব। এভাবে নিরাপদ, বিষমুক্ত সবজি পেতে ছাদ বাগান একটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে। তিনি বাণিজ্যিক ভাবেও হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ করে বেশী অর্থ উপার্জণে এলাকার কৃষিজীবি লোকজনদের পরামর্শ দেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test