E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হালুয়াঘাটে ঝিঙ্গা চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা

২০১৯ এপ্রিল ১৮ ১৫:৫৩:০০
হালুয়াঘাটে ঝিঙ্গা চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঝিঙ্গা চাষ । স্বল্প পুজিতে অধিক মুনাফা হওয়ায় হাইব্রীড জাতীয় ঝিঙ্গা চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। এ অঞ্চলের সবজি চাষিরা ঝিঙ্গা চাষ করে লাভবান হওয়ায় প্রতি বছরেই  বাড়ছে সবজির চাষ ।

উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের মাঝরাকুড়া গ্রামে বাণিজ্যিক ভাবে চাষাবাদ হচ্ছে ঝিঙ্গা। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা হওয়ায় ঝিঙ্গা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষদের। এ মৌসুমে প্রায় দশ একর ভূমিতে ঝিঙ্গা চাষ হয়েছে । রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দাম ভালো পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা সবজি চাষে ঝুকে পড়ছেন। ঝিঙ্গা বাংলাদেশের একটি জনপ্রিয় গ্রীস্মকালীন সবজি । এটি শীত ও বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায়।

ঝিঙ্গায় প্রচুর পরিমানে ক্যারোটিন ও ক্যালসিয়াম রয়েছে, যে কোনে মাটিতেই চাষ করা যায়, উপজেলায় দু ধরনের ঝিঙ্গা চাষ করা হয়, দেশি ঝিঙ্গা ও হাইব্রিড ঝিঙ্গা, দেশি ঝিঙ্গা আকারে ছোট ও ফলক কম বলেই হাইব্রিড ঝিঙ্গা চাষে আগ্রহ কৃষকের। হাইব্রিড ঝিঙ্গা আকারে বড়, লম্বা এবং ফলন খুব বেশি এর মধ্যে গ্রিন ষ্টার হাইব্রিড, বাসন্তী, সামিহা ডায়েন্ট অনামিকা, লালতীর, এসিআই ও বীর ইত্যাদি অন্যতম । সরকারিভাবে সহযোগিতা পেলে সবজি চাষে ব্যাপক বৃদ্ধি লাভ করবে কৃষকরা । একবিঘা জমিতে ঝিঙ্গা আবাদ করতে খরচ হয় প্রায় ৭০ হাজার টাকা। ভাল ভাবে ফসল উৎপাদন করতে পারলে বিক্রি হয় প্রায় ৪ লক্ষ টাকা।

স্থানীয় কৃষকরা বলেন, সরকারি ভাবে সহযোগীতা পেলে আরো বেশি বেশি চাষাবাদ করতে পাড়বেন। অধিক মুনাফা সম্ভলিত ফসল হওয়ায় আগ্রহ বেড়েছে অনেকের । এ বছর অনেক টাকা বিক্রি করতে পেরেছেন আল্লাহ পাক তৌফিক দিলে আরো বিক্রি করতে পারবেন । ঝিঙ্গা চাষে দ্বিগুন ফুনাফা হওয়ায় স্বাবলম্বী হয়েছেন তারা ।

উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, উপজেলায় এ মৌসমে ১৪০০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে । স্বল্প পুজিতে অধিক মুনাফা হওয়ায় ঝিঙ্গা চাষে স্বালম্বী হচ্ছেন চাষিরা। কৃষকদেও সহযোগিতা করতে সার্বক্ষণিক মনিটারিং করছেন।

(জেসিজি/এসপি/এপ্রিল ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test