E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বোরো ধান কাটার ধুম, কর্মকারদের মুখে হাসি

২০১৯ এপ্রিল ২৪ ১৮:৪০:২৩
কেন্দুয়ায় বোরো ধান কাটার ধুম, কর্মকারদের মুখে হাসি

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন হাওড়ে বোরো ধান কাটার ধুম পড়েছে। যদিও ধান কাটাই মারাই এবং ঝাড়ইয়ের জন্য সরকার ভর্তূকি দিয়ে “কম্বাইন হারভেষ্টার” মেশিন কৃষকের মাঝে বিতরণ করছে তবুও ধান কাটার জন্য আগেকার দিনের সেই কাস্তের চাহিদাও কমেনি। কর্মকার সম্প্রদায়ের লোকেরা এখন ধান কাটার কাস্তে তৈরিতে ব্যস্ত রয়েছেন।

কৃষকদের চাহিদা মতো তারা কাস্তে তৈরি করে দিতে হিমশিম খাচ্ছেন। গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের কর্মকার নিপেন্দ্র চন্দ্র রায়, পৌর সদরের বাসিন্দা নারায়ন চন্দ্র কর্মকার ও সুশিল কর্মকার বলেন, কৃষকদের কাছে এখনও সেই আগের দিনের কাস্তের চাহিদাই বেশি। কাস্তে দিয়ে ধান কাটায় যে সুবিধা তা অন্য কোন উপায়ে এত সহজ না।

সুশিল কর্মকার বলেন, এই বোরো মৌসুমে আমরা সকলেই কাস্তে বিক্রি করে অনেক টাকা উপার্জন করি। এতে ছেলে মেয়েদের ভরনপোষন সহ সংসারের সব খরচ মেটাতে সহজ হয়। তবে সারা বছর লোহার তৈরি এসব সরঞ্জামাদি তৈরি করে বিক্রির জন্য বিনা সুদে সরকারের তরফ থেকে ঋণ দেয়া হলে আমাদের আরো সুবিধা হতো।

উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র জানান, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটাই, মাড়াই, ঝাড়াইয়ের প্রচলন আস্তে আস্তে শুরু হচ্ছে। সরকার আঠারো লাখ টাকা মূল্যের একটি মেশিনে ৭ লাখ টাকার উপরে ভর্তুকি দিচ্ছে। ক্রমশই এর প্রচলন বাড়বে। তবে সেকালের কাস্তে এখনও কৃষকের কাছে খুব গ্রহণযোগ্য।

(এসবি/এসপি/এপ্রিল ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test