E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুমকিতে স্লুইজগেট দুুটি কৃষকের গলার কাঁটা

২০১৯ মে ১৮ ১৫:১৪:৩২
দুমকিতে স্লুইজগেট দুুটি কৃষকের গলার কাঁটা

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বেরিবাঁধের দু’টি স্লুইজগেটই কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচের পানির অভাবে কৃষকের কয়েকশ’ হেক্টর জমির আউশ-আমন ও রবি শস্যের আবাদ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে।

উপজেলার আংগারিয়া বন্দর সংলগ্ন পাউবো’র ওয়াপদায় এবং লেবুখালী ইউনিয়নের গাবতলী স্লুইজগেট দু’টি ব্যবহার অযোগ্য ও দীর্ঘদিন বন্ধ থাকায় আভ্যন্তরীণ খালের নাব্যতা হ্রাস পেয়ে শুকিয়ে গেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাশন অভাবে জলাবব্ধতার সৃষ্টি আবার শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দেখা দেয়ায় ফসল আবাদে কৃষকরা বার বার মার খাচ্ছে। চলতি মৌসুমের আউশ, ইরি-বোরোর আবাদ নিয়ে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

দক্ষিণ দুমকি গ্রামের কৃষক মোঃ জাহাঙ্গীর হাওলাদার বলেন, এখন সেচের পানির সঙ্কট আবার বর্ষায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারনে ফসল নস্ট হচ্ছে। এলাকার কৃষক মোঃ জাকির হোসেন জানান, অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে আউশ ধানের ফসল হানী আবার শুষ্ক মৌসুমে আমন ও রবিফসলের আবাদ বিঘ্নিত হচ্ছে। সেচের পানির অভাবে আউশ, ইরি-বোরো’র আবাদ করা যাচ্ছে না। আসলে পাউবোর স্লুইজ গেট দু’টির অব্যবস্থাপনা ও অকোজোঁ হয়ে পরায় কৃষকদের চাষাবাদে চরম দুর্ভোগের অন্যতম কারন হয়ে দেখা দিয়েছে।

পূর্ব কার্ত্তিকপাশা গ্রামের কৃষক বারেক হাওলাদার, মোঃ আমির হোসেন, আবুল হোসেন খা জানান, গাবতলী স্লুইইজগেট খুলে না দিলে কৃষকদের ফসল উৎপাদন মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। কৃষকরা বার বার স্লুইজগেট দু’টি সচল ও খুলে দেয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যের কাছে ধর্ণা দিলেও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন।

আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম জলিশা ও সাতানীর কৃষকরা স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে স্লুইজগেট খোলার ব্যপারে উল্লেখযোগ্য তেমন কোন সুবিধা না পেয়ে নিজেদের উদ্যেগে চাঁদার টাকায় সংস্কারের পর স্লুইজগেটটি খুলে দিয়েছে। গাবতলীর স্লুইজ গেটটি অবিলম্বে খুলে দেয়ার জন্য ওই এলাকার কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

(এস/এসপি/মে ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test