E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা

২০১৯ নভেম্বর ০৫ ১৭:১৫:১৯
নওগাঁয় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় কুষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে অল্প সেচ, কম পরিচর্যা খরচ এবং সরিষা উত্তোলনের পর পুনরায় সেই জমিতে বোরো ধান চাষের সুযোগ থাকার কারনে মধ্যবর্তী ফসল হিসেবে কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ মওসুমে নওগাঁ জেলায় ২৭ হাজার ৪২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল এবং ২০১৮-১৯ মওসুমে জেলার ১১টি উপজেলায় ২৯ হাজার ২৬৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। সেখানে চলতি ২০১৯-২০ মওসুমে জেলায় মোট ৩৪ হাজার ৩৫৭ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ক্রমেই সরিষা আবাদের পরিমান বৃদ্ধি পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, নওগাঁ জেলায় চলতি বছর প্রধানত বারী সরিষা-১৪, বারী সরিষা-১৫ এবং টোরি-৭ জাতের সরিষার আবাদ করেছেন কৃষকরা।

জেলার ১১টি উপজেলায় সরিষার আবাদের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৭৬৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ৪৬৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৩ হাজার ৫২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৮৪৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ২৬০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৪ হাজার ৮১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ৬৩০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩ হাজার ২৩০ হেক্টর, পোরশা উপজেলায় ২ হাজার ৪০৫ হেক্টর, মান্দা উপজেলায় ৭ হাজার ২৮২ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ১৪৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

জেলার মাঠে মাঠে এখন সরিষার বীজ বপনের কার্যক্রম চলছে। এ পর্যন্ত পুরো জেলায় ৫৫০ হেক্টর জমিতে সরিষার বীজ বপন করা হয়েছে। উল্লেখিত পরিমান জমি থেকে মোট ৪৯ হাজার ১৩০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের ধারনা।

(বিএম/এসপি/নভেম্বর ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test