E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পোরশায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা 

২০২০ ডিসেম্বর ২৬ ১৬:৫০:০৭
পোরশায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা 

নওগাঁ প্রতিনিধি : চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশা উপজেলায় ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষার গাছ ও আবহাওয়া ভাল থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবারে সরিষার ভাল ফলনের সম্ভাবনা দেখা দেয়ায় উপজেলার কৃষকরা ভাল দামের আসায় বুক বাঁধছেন। 

তারা স্থানীয়ভাবে বারী-১৪, বারী-১৫, টরী-৭, বীনা-৪ ও বীনা-১৭ জাতের ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন। তবে ফলন ভাল হওয়ার কারনে কৃষকগণ বারী-১৪ বেশী চাষ করেছেন বলে জানা গেছে। বারী-১৪ সরিষা প্রতি বিঘা ৫-৭ মন ও টরী, বীনা জাতীয় সরিষা ৪-৫ মন হারে ফলন হতে পারে বলে কৃষকরা মনে করছেন। তবে দাম নিয়ে তারা চিন্তিত।

সরিষার বর্তমান বাজার দর ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা মণ হলেও নতুন সরিষা ওঠার সময় এর দাম কিছুটা কমে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা মণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। কৃষকরা সরিষার ক্ষেত দেখে খুশি হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে বর্তমান বাজার দর থাকলে তাদের কোন সমস্যা হবেনা বলে জানান তারা। তবে কোন কারনে দাম কম হলে সরিষা চাষ করতে যে খরচ হয়েছে তা মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকবে না বলেও মনে করছেন তারা।

নিতপুর কপালীর মোড়ের সরিষাচাষী ফজলুল হক, বালা শহীদের আজাদ মন্ডল ও জালুয়া গ্রামের আব্দুস ছালাম জানান, তাদের লাগানো সরিষার ক্ষেত খুব ভাল হয়েছে। তারা আসা করছেন ফলনও ভাল হবে। কিন্তু দাম ভাল হবে কিনা চিন্তা করছেন। ভাল ফলনের পাশাপাশি দাম ভাল পেলে অনেকেই সরিষা চাষের দিকে ঝুঁকবে বলেও তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৫০০ মেট্রিকটন। আবহাওয়া ভাল থাকার কারনে সরিষা ক্ষেত খুব ভাল দেখা যাচ্ছে ফলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, সরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য তারা নানান দিক নিয়ে তাদের প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকরা ভবিষ্যতে সরিষা চাষের প্রতি আগ্রহ দেখাবেন বলে তিনি আশা করছেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test