E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় খরা সহিষ্ণু কুদরত ধানের বাম্পার ফলন

২০১৪ আগস্ট ২৬ ১৬:৪৩:২৩
মান্দায় খরা সহিষ্ণু কুদরত ধানের বাম্পার ফলন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় চলতি আউশ মৌসুমে খরা সহিষ্ণু ‘নেরিকা মিউট্যান্ট’ জাতের ধান কুদরতের বাম্পার ফলন হয়েছে। আউশ, আমন ও বোরো তিন মৌসুমেই এ ধান চাষের উপযোগী। অন্যান্য জাতের চেয়ে কম সময়ে কাটা-মাড়াই করা যাবে। এসব তথ্য জানার পর কৃষকদের মাঝে নতুন আশার আলোর সঞ্চার হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মহানগর গ্রামের কৃষক আব্দুর রশিদের জমিতে রোপনকৃত নেরিকা মিউট্যান্ট জাতের কুদরত ধান কাটা ও মাড়াই করা হয়। এসময় নওগাঁর জেলা প্রশাসক এনামুল হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁর উপপরিচালক এসএম নুরুজ্জামান মণ্ডল, মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এসএম নূরুজ্জামান মণ্ডল জানান, চলতি আউশ মৌসুমে পরীক্ষামুলক চাষের জন্য উপজেলার ৩০জন কৃষকের মাঝে নেরিকা মিউট্যান্টের বীজ বিতরণ করা হয়। আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় বীজের সঙ্গে দেয়া হয় ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। পরীক্ষামুলক এ চাষে পজেটিভ ফলাফল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি ।


তিনি আরো জানান, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি আফ্রিকা সফরের সময় নেরিকা জাতের ধান বীজ উপহার পান। মন্ত্রী দেশে ফিরে বীজগুলো বিএডিসি কর্তৃপক্ষকে প্রদান করেন। পরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মিউটেশনের মাধ্যমে উচ্চ ফলনশীল কুদরত জাতের ধান উদ্ভাবন করে।

খরা সহিষ্ণু এ ধান শুধু আউশ মৌসুমেই নয়, আমন ও বোরো মৌসুমেও চাষ করা যাবে। আউশ মৌসুমের চেয়ে বোরো মৌসুমে প্রতি হেক্টরে ৪ টন থেকে সাড়ে ৪ টন ফলন বেশি পাওয়া যাবে। এ ধান পাকার পর ঝরে না পড়ায় ফলনের ঘাটতি হয় না। অম্লীয় জমিতে চাষযোগ্য। শুধু খরা নয়, রোগ ও পোকামাকড় সহিষ্ণু। রাসায়নিক সার প্রয়োগের পরিবর্তে জৈব সারে ফলন বেশি পাওয়া যায়। এ ধান কাটা-মাড়াই করা যাবে বীজতলায় বীজ ফেলা থেকে শুরু করে ১০০ দিনের মধ্যে।


(বিএম/এএস/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test