E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় ১২ হাজার হেক্টর জমিতে আমন আবাদের সম্ভাবনা

২০২১ আগস্ট ০৩ ১৮:১০:৩৬
সালথায় ১২ হাজার হেক্টর জমিতে আমন আবাদের সম্ভাবনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথা উপজেলায় এ বছরে ১২ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে ১২ হাজার ২শ’ ৪৫ হেক্টর। এপর্যন্ত ৮ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। বর্তমানেও রোপা আপন ধানের আবাদ চলমান রয়েছে। গত বছর আকস্মিক বন্যার কারণে ধান আবাদের লক্ষ্যমাত্রা ঘাটতি থাকলেও এবছরে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে উপজেলা কৃষি অফিস এ তথ্য জানিয়েছেন।

উপজেলার গট্টি ইউনিয়নের কৃষক রবিউল ইসলাম বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে কৃষি। এবছর জুন মাসে দেড় বিঘা পাটের জমিতে আমন ধানের বীজ বপন করেছি। ধানের গাছ খুব ভালো হয়েছে। আবার পাট কাটার পরেও পানির মধ্যে ধানের চারা রোপন করছি। আশা করি এবার ধান ভালো হবে।

সোনা মিয়া নামে আরেক কৃষক বলেন, এবছর পাটের মধ্যেদিয়ে দুই বিঘা জমিতে ধানের বীজ বপন করেছি। বর্তমানে ধানের আগাছা পরিস্কারের কাজ চলছে। সারামাঠ সবুজে ভরে ওঠেছে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এবার ধান খুব ভালো হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, এবছর উপজেলায় মোট ১২ হাজার ২শ’ ৪৫ হেক্টর জমিতে ধানের আবাদ এর লক্ষ্যমাত্রা রয়েছে। জুন মাসের শেষ সপ্তাহ ও জুলাই মাসের প্রথম সপ্তাহে পাটের শুকনা জমিতে ৭ হাজার ২০ হেক্টর ধানের বীজ বপন করা হয়। বর্তমানে পাট কাটার পর ধানের চারা রোপনের কাজ চলছে। ধানের চারা রোপনের কাজ শেষ হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করি। সেই সাথে আবহাওয়া যদি ধানের অনুকূলে থাকে তাহলে এবছর ধানের ফলন ভালো হবে।

(এন/এসপি/আগস্ট ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test