E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জ পাটের বাম্পার ফলন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক 

২০২১ আগস্ট ২৫ ১৪:০৪:৪৩
ঈশ্বরগঞ্জ পাটের বাম্পার ফলন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক 

নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে এবছর পাটের বাম্পার ফলন হয়েছে তবে সরকার নির্ধারিত ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একসময় ব্যাপক পরিমাণে পাটের আবাদ হলেও পাট চাষে আগ্রহ হারিয়েছে কৃষক। তবে সাম্প্রতিক সময়ে পাটের মূল্য বৃদ্ধি ও পাট অধিদপ্তরের মাধ্যমে সরকার কর্তৃক কৃষকদের সহয়তার ফলে কিছুটা পাট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

পাট অধিদপ্তরের ঈশ্বরগঞ্জ অফিস সুত্রে জানা যায় উপজেলায় এ বছর প্রায় ৪শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় ১৪শ টন পাট উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বিজেআরআই (তোষা) ও ৯৮৯৭ (দেও) নামের দুজাতের পাট এ অঞ্চলে চাষাবাদ হয়েছে অধিক। তবে পানির সংকট থাকায় পাট জাগ দিতে হিমশিম খেতে হয়েছে কৃষককে। তাছাড়া শ্রমিক খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। আঁশ সংগ্রহের প্রায় শেষ পর্যায়ে কৃষকরা তাদের উৎপাদিত পাট শুকিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে উপজেলার পৌর পাট বাজার, উচাখিলা, সাহাগঞ্জ, মধুপুর ও আঠারবাড়ী এলাকার পাট বাজারে।

উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কৃষক রিপন মিয়া (৩৫) বলেন পাট উৎপাদনে যে পরিমাণে খরচ হয় তা বর্তমান বাজার মূল্যে পাট বিক্রি করলে লাভ হয় না। পাট বীজ রোপন থেকে আঁশ সংগ্রহ করা পর্যন্ত খরচগুলো পাট বিক্রি করে পরিশোধ করতে হয় যার ফলে ঘরে মজুদ রাখার কোন সুযোগ নেই। তাই দ্রুত পাট বিক্রি করার ফলে কম দামে বিক্রি করতে হচ্ছে।

ঈশ্বরগঞ্জের পাট ব্যবসায়ী জুটন সরকার জানান, তোষা পাট ৩ হাজার ২শত টাকা এবং সূতি (কেনু) পাট ২হাজার ৭শত টাকা বর্তমান বাজার দর রয়েছে। মোটামুটি ভালো দামে বিক্রি হচ্ছে পাট।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকতা শামীম আহম্মেদ জানান, পাট অধিদপ্তর কর্তৃক পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট চাষীদের আগ্রহী করে তোলা হচ্ছে এবং অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ প্রদান ও পাট চাষের উপকরণ প্রদান করা হচ্ছে বিনামূল্যে।

(এন/এসপি/আগস্ট ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test