E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে সিম ক্ষেতে অজ্ঞাত রোগে দিশেহারা কৃষক

২০২১ ডিসেম্বর ০২ ১৭:০৪:৩৯
দিনাজপুরে সিম ক্ষেতে অজ্ঞাত রোগে দিশেহারা কৃষক

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ধানের জেলা দিনাজপুরে অনেক আগে থেকেই সিম চাষের জন্য বিশেষ খ্যাতি রয়েছে। আর সেই ঐতিহ্য ধরে রাখতে কৃষকরা এবার সিম চাষে ঝুকে পড়েছে। কিন্তু সিম ক্ষেতে অজ্ঞাত রোগের আক্রমণ দেখা দিয়েছে। পাতা ও ফুল হলুদ বর্ণ ধারণ করে ঝরে যাচ্ছে। সত্য ফুটন্ত সিমে মধ্যেও গুটি গুটি দাগ পড়েছে। 

তবে কৃষি বিভাগ বলছে, সিম গাছে এই রোগ অতিবৃষ্টিতে এবং বীজ বাহিত। এতে, কোন শংকা নেই কৃষকের। বিন্তু, কীটনাশক ছিটিয়েও কোন প্রতিকার হচ্ছেনা কৃষক। তাই এবার কৃষক সিম ফলন বিপর্যয়ের আশংকাই করছেন ।
দিনাজপুরের বিস্তৃর্ণ ক্ষেত জুড়ে এখন সিমের গাছ আর ফুল চোখে পড়ছে। কিন্তু সিম ক্ষেতে অজ্ঞাত রোগের আক্রমণ দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, সিম গাছে এই রোগ বীজ বাহিত। পাতা ও ফুল হলুদ বর্ণ ধারণ করে ঝরে যাচ্ছে। সত্য ফুটন্ত সিমে মধ্যেও গুটি গুটি দাগ পড়েছে। সিম গাছে অজ্ঞাত রোগের আক্রমন থেকে প্রতিকার পেতে কৃষক কীটনাশক ছিটাচ্ছে। কিন্তু এতে কোন লাভ হচ্ছেনা তারা।

দক্ষিণ কোতয়ালী’র উলিপুর এলাকার কৃষক মোখলেসুর জানালেন, তিনি দেড় বিঘা জমিতে সিম চাষ করে এবার চরম বিপাকে পড়েছেন।এক ধরণের ভাইরাস আক্রমনে বিবর্ণ তার সিম ক্ষেত। বার বার কীটনাশক প্রয়োগেও কোন প্রতিকার হচ্ছেনা তিনি। বরং কীটনাশক কিনতে বাড়তি খরচ হচ্ছে তার।

ঘুঘুডাঙ্গা এলাকার কৃষক আফজাল জনালেন একই বথা। সিম গাছে এ রোগ প্রতিকারে কোন পরামর্শ পাচ্ছেনা তিনি। কৃষি বিভাগের কোন কর্মকর্তা পৌছাঁছেন না তাদের কাছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

দিনাজপুরে এবার এক হাজার ২২’শ হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতকালীন সব্জি সিম। কিন্তু অজানা রোগের কোন প্রতিকার না পেয়ে অনেক কৃষক সিম গাছ ক্ষেত থেকে তুলে ফেলছেন। ছেড়ে দিয়েছেন সিম চাষাবাদের আশা। তবে কৃষি বিভাগ এর সত্যতা স্বীকার করেছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেছেন, বলেছেন,সিম গাছে এই রোগ অতিবৃষ্টিতে এবং বীজ বাহিত। এতে কোন শংকা নেই কৃষকের।

সরজমিনে দেখা গেছে,সিম অর্থকরী ফসলে পরিনত হওয়ায় অনেকের আগ্রহ বেড়েছে সিম চাষে।এক সময়ের পতিত-অনাবাদী জমিতেও সিম চাষে ঝুকেছে কৃষক।

সিম ক্ষেতে এ হলুদ রঙে’র পাতায় জানান দিচ্ছে,এবার এ অঞ্চলে সিম গাছে রোগ-বালাইয়ের আক্রমণ হয়েছে। এতে বিপাকে পাড়েছেন, কৃষক। এ অবস্থা অব্যাহত থাকলে চলতি মৌসুমে সিম চাষ বিপর্যয় ঘটবে এমনটাই মন্তব্য করেছেন, সংশ্লিষ্টরা।

(এস/এসপি/ডিসেম্বর ০২, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test