E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে বোরো ধান চাষের প্রস্তুতি

২০২২ জানুয়ারি ০৪ ১৬:৩৫:০১
আমতলীতে বোরো ধান চাষের প্রস্তুতি

আমতলী প্রতিনিধি : আমন ধান কর্তণ শেষ হতে না হতেই বরগুনার আমতলী উপজেলার কৃষকরা বোরো ধান চাষের  প্রস্তুতি নিচ্ছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা বোরো ধান চাষে অধিক আগ্রহী হয়েছেন। ইতিমধ্যে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শেষে করেছেন তারা। 

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর আমতলীতে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে। গত বছর ছিল ৩ হাজার হেক্টর। বাজারে ধানের দাম ভালো থাকায় গত বছরের তুলনায় কৃষকরা বোরো চাষে বেশি ঝুঁকছেন। গত বছরের তুলনায় এ বছর ২ হাজার হেক্টর জমিতে বোরো ধান বেশী চাষ হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম। উপজেলা কৃষি অফিস বোরো চাষে কৃষকদের আকৃষ্ট করতে ২ হাজার ১’শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করেছেন। এর মধ্যে ১ হাজার ৪’শ কৃষককে ২.৮ মেট্রিকটন হাইব্রিড এবং ৭’শ কৃষককে ৩.৫ মেট্রিকটন উৎশী বোরো বীজ সরবরাহ করেছে। এছাড়াও উৎশী চাষে আগ্রহী ৭’শ কৃষককে ১৪ মেট্রিকটন এমওপি এবং ড্যাব সার বিতরন করা হয়। বীজ ও সার পেয়ে কৃষকরা আরো উৎসাহী হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

কৃষকরা বলেন, গত বছরের তুলনায় এ বছর কৃষকরা বেশী বোরো ধানের চাষ করছেন। বোরো ধান চাষের উপযুক্ত সময় অগ্রহায়ন মাসে শুরু করে পৌষ মাসের মাঝামাঝি সময়। ৫ মাসের আয়ুস্কালে কৃষকরা ধানের ফলন পেয়ে থাকেন। বর্তমানে আমতলী উপজেলার বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর, আড়পাঙ্গাশিয়া ও আমতলী পৌরসভার কৃষকরা বোরো চাষের ব্যস্ত সময় পার করছেন। তারা জমি প্রস্তুত করন, বীজ রোপনে ব্যস্ত সময় পার করেছেন। একটু ফুরসত নেই কৃষকের মাঝে।

পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা, বাহাউদ্দিন, শাহীন মৃধা ও হাসান হাওলাদার বলেন, বোরো ধান চাষ করতে বীজতলা তৈরি করেছি। বীজ বড় হয়েছে। জমি প্রস্তুত করা শেষ। দুই এক দিনের মধ্যে জমিতে বীজ রোপন করবো।

মানিকঝুঁড়ি গ্রামের আদর্শ কৃষক আব্দুল মান্নান হাওলাদার বলেন, এক একর জমিতে বোরো ধান চাষের জন্য বীজতলা তৈরি করেছি। তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বোরো ধান চাষে সার ও বীজ পেয়েছি।

চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক জুয়েল মৃধা বলেন, বোরো ধান চাষের জন্য জমি প্রস্তুত করেছি। দ্রুত সময়ের মধ্যে বীজ রোপন করবো।

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, গত বছরের তুলনায় এ বছর কৃষকরা বেশী জমিতে বোরো ধান চাষে আগ্রহী। গত বছর লক্ষমাত্রা ছিল ৩ হাজার হেক্টর, আশাকরি এ বছর ৫ হাজার হেক্টর ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, কৃষকদের বোরো ধান চাষে আগ্রহী করতে ২ হাজার এক’শ কৃষককের মাঝে ২.৮ মেট্রিকটন হাইব্রিড, ৩.৫ মেট্রিকটন উতশী বীজ ও ১৪ মেট্রিকটন সার বিতরন করা হয়েছে।

(এন/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test