E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পলাশবাড়ীতে কম খরচে ভুট্টার ভাল ফলন, আনন্দে কৃষক

২০২২ মার্চ ২৩ ১২:৫০:৩৫
পলাশবাড়ীতে কম খরচে ভুট্টার ভাল ফলন, আনন্দে কৃষক

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে কম খরচে অধিক লাভের আশায় ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই তুলনামূলকভাবে কম। তবে কিশোরগাড়ী ইউনিয়নে সব চেয়ে বেশি চাষ হচ্ছে ভুট্টা।

ওই ইউনিয়নের তেকানি গ্রামের কৃষক নুরুল ইসলাম জানান, তিনি কৃষি কাজের উপর নির্ভর। সব রবি শস্যর পাশাপাশি আমি প্রতি বছর ১ বিঘা জমিতে ভুট্টা চাষ করি। এবার ফলন ভাল হবে। আশা করি দামও ভাল থাকবে। একই গ্রামের কৃষক নওশা মিয়া জানান, পলাশবাড়ী উপজেলার মধ্যে আমাদের গ্রামের ভুট্টা চাষ বেশি। যেহেতু অধিকাংশ জমিই চরাঞ্চল। এবারে আবহাওয়াও ভালো। আশা করি আল্লাহর রহমতে যদি কোন বিপদ-আপদ না দেয় তাহলে ভাল ফলন ঘরে তুলতে পারবো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতি বিঘা জমিতে ৫০ মণের বেশি ভুট্টা পাবেন এবং প্রতি বিঘা জমিতে ৩০ হাজার টাকার কিছু কম বা বেশি পাইতে পারি।

কৃষি প্রণোদনা কিংবা কৃষি অফিস থেকে কোন পরামর্শ পেয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা কৃষি অফিস থেকে কোন পরামর্শ বা সহযোগিতা পাইনি।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারঃ) সাইফুন্নাহার সাথী জানান, এ উপজেলায় ১৩৫৬ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। ৭৯০ জন কৃষক সহযোগিতা পেয়েছেন। বিঘা প্রতি ২ কেজি বীজ, ডিএমপি ২০ কেজি ও এওপি ১০ কেজি করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি পরামর্শ দেওয়ার হচ্ছে । তিনি আশা করছেন হেক্টর প্রতি ১২/১৪ মে. ট. ভুট্টার ফলন হবে। আমরা কৃষকদের মাঝে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে প্রতিটি কৃষকের কাছে পৌছা সম্ভব হয় না।

(এসআইআর/এএস/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test