E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে উন্নত আখ চাষ করে পুরস্কৃত হলো ১২ হাজার আখচাষী

২০১৪ সেপ্টেম্বর ২৭ ১৮:৩৭:২৭
নাটোরে উন্নত আখ চাষ করে পুরস্কৃত হলো ১২ হাজার আখচাষী

নাটোর প্রতিনিধি : নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় উন্নত আখ চাষ করে ১২ হাজার ৫০৩ জন আখ চাষী পুরস্কৃত হলো। চিনি আহরনের হার ৮ ভাগ উত্তীর্ণ হওয়ায় আখ চাষীদের মাঝে  সরকার ঘোষিত প্রিমিয়ামের প্রায় ১৬ লাখ দিয়েছে মিল কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে মিল চত্বরে আয়োজিত এক আখচাষী সমাবেশে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এসব আখচাষীর মাঝে এই অর্থ বিতরন করেন। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আখ চাষী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খদ্যশিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ)দেলোয়ার হোসেন,মিলের সিবিএ সভাপতি শহিদুল ইসলাম,পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার, থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, বাংলাদেশ আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল, উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, বিশিষ্ট আখ চাষী আব্দুর রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩-১৪ আখ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে ১২ হাজার ৫০৩ জন আখচাষীর ১৯ লাখ ৭ হাজার ৯৪৭ মেট্রিক টন আখ সরবরাহ করে। তাদের সরবরাহকৃত আখ থেকে এই সময়ে চিনি আহরণের হার ৮ ভাগ উত্তীর্ণ হয়। ফলে নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার আখচাষীদের সরবরাহকৃত আখ থেকে উচ্চ হারে চিনি আহরনের কারনে সরকার এবারই প্রথম বারের মত আখচাষীদের প্রিমিয়াম মূল্য দেওয়ার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় ১২ হাজার ৫০৩ জন আখচাষীর মাঝে তাদের ১৫ লাখ ৯১ হাজার ৪৯৩ টাকা প্রিমিয়াম মূল্য প্রদান করা হয়।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৪)


পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test