E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে লক্ষ্যমাত্রার অধিক সরিষার আবাদ  

২০২৩ জানুয়ারি ১৩ ১৬:৫৫:০০
ঈশ্বরগঞ্জে লক্ষ্যমাত্রার অধিক সরিষার আবাদ  

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ সরিষার আবাদ হয়েছে। মাঠে গিয়ে দেখা যায় বেশির ভাগ জমি ফুল ও শুঁটি আসার মধ্যবর্তী অবস্থানে রয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় গত বছর ১শ ৩৬ হেক্টর জমিতে সরিষা চাষ হলেও এবছর চাষ হয়েছে ২শ ৪০ হেক্টর জমি। যদিও এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২শ ৩৬ হেক্টর জমি। সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে এবছর ১৫শ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে। প্রণোদনার মধ্যে ছিল সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি। প্রণোদনার বাইরেও প্রায় ৪শ কৃষক এবছর বারি-১৪, বারি-৯, বিনা-৯ ও বিএডিসি-১ জাতের সরিষার আবাদ করেছেন।

মাইজবাগ গ্রামের কৃষক মোখলেছুর রহমান (৩৭) বলেন, উপজেলা কৃষি অফিসের প্রণোদনা এবং পরামর্শে ৩ একর জমিতে সরিষা চাষ করেছি। কৃষি বিভাগের প্রণোদনা ছাড়াও প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ধান চাষের ফাঁকে এই সরিষা চাষ করে লক্ষাধিক টাকা আয় হতে পারে বলে তিনি জানান।

মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমি আক্তার বলেন, সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। আওহাওয়া ভালো থাকায় আশা করা যাচ্ছে এবছর ফলন ভালো হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, মাননীয় কৃষি মন্ত্রীর সরিষা উৎপাদন বৃদ্ধির নির্দেশনা ও কৃষি বিভাগের পরামর্শে এবছর ঈশ্বরগঞ্জে লক্ষ্যমাত্রার অধিক সরিষার আবাদ হয়েছে।

(এন/এসপি/জানুয়ারি ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test