E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে ব্ল্যাক কিং তরমুজ চাষে লাভবান কৃষক

২০২৩ মার্চ ১৮ ১৩:৩৩:৪৯
নোয়াখালীতে ব্ল্যাক কিং তরমুজ চাষে লাভবান কৃষক

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীতে বাঁধন সিডস কোম্পানীর কালো তরমুজের বীজ ব্ল্যাক কিং ১ চাষে লাভবান ও সফল হয়েছে কৃষক।

মাত্র ৬৫ থেকে ৮০ দিনের মধ্যেই এ তরমুজ সম্পর্ণ বাজারজাত করার জন্য প্রস্তুত হয়েছে যায়। একেকটি তরমুজের ওজন ৮ থেকে ১২ কেজি পর্যন্ত হয় এবং খেতে মিষ্টি।

১৮ মার্চ (শনিবার) বাঁধন সিডস আয়োজিত নোয়াখালী সদর উপজেলার শুল্লুকিয়া গ্রামে মাঠ দিবসে সরজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

মাঠ দিবসে উপস্থিত ছিলেন, বন্ধন জেনেটিক্স লিমিটেড, কুমিল্লা এরিয়া ইনচার্জ মোঃ তোজাম্মেল হক এবং এরিয়া ইনচার্জ দুলু রহমান, মেসার্স মারুফ বীজ ভান্ডারের প্রোঃ মোঃ ফরহাদ, রাফসান ডিপার্টমেন্টাল ষ্টোর পোঃ আলা উদ্দিন মাষ্টার, মডেল কৃষক ও বন্ধন সিডসের ডিলার সামছু উদ্দিন।

মাঠ দিবস অনুষ্ঠানে তোজাম্মেল হক ও দুলু রহমান বলেন, থাইল্যান্ড থেকে ব্ল্যাক কিং ১ বীজ আনা হয়েছে বাংলাদেশে এটি পরিক্ষামূলকভাবে বাজার জাত করা হয় হয়েছে প্রথম ধাপেই ফসল ভালো হওয়ায় লাভবান হচ্ছে কৃষকগণ।

কৃষক সামছুউদ্দিন বলেন, এর আগেও তিনি অন্য কোম্পানীর তরমুজের বীজ রোপন করেছেন কিন্তু এরকম ফসল তিনি পাননি, এবার আবহাওয়ার কারনে তরমুজ চাষ আশানুরুপ লাভবান হতে পারেনি, অনেক তরমুজের সাইজ ছোট কিন্তু তিনি এবার ব্ল্যাক কিং ১ রোপন করে ভালো ফসল হওয়ায় তিনি বেশ লাভবান হয়েছে বলে দাবী করেন।

(আইইউএস/এএস/মার্চ ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test