E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রমিক সংকটে ফসল তোলা ব্যাহত

আমতলীতে মুগ ডালের বাম্পার ফলন 

২০২৩ মে ০৯ ১৯:৫২:১৫
আমতলীতে মুগ ডালের বাম্পার ফলন 

আসাদ সবুজ, বরগুনা : বরগুনার আমতলীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া'র কারণে মুগ ডাল চাষে কৃষকরা আগ্রহী হওয়ায় এমন ফলন হয়েছে বলে জানান কৃষকরা। তবে শ্রমিক সংকটে ক্ষেতের মুগডাল ক্ষেতেই নষ্ট হওয়ার আশংকা প্রকাশ করেছেন আমতলীর কৃষকরা।

উপজেলার অধিকাংশ কৃষক পূর্বে আমন ধানের ওপর নির্ভরশীল ছিলো। অল্প সময়ে অধিক লাভ হওয়ার কারনে, এখন আমন ধানের পাশাপাশি বোর ধান, তরমুজ, সূর্যমুখি, ভুট্রা ও মুগ ডাল চাষ করছেন তারা। তবে খেত থেকে ডাল তোলায় শ্রমিক সঙ্কটের কারণে ফসল তোলা ব্যাহত হচ্ছে বলে দাবি কৃষকদের।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়। অনুকূল আবহাওয়ার কারনে এবার ফলন ভালো হয়েছে। রবি মৌসুমে এখানে তরমুজের পরে বেশিরভাগ জমিতে মুগডালের আবাদ হয়। অপেক্ষাকৃত কম শ্রম দেয়ার কারণে কৃষকরা এ ফসলটি উৎপাদনে আগ্রহী হয়েছে।

উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের কৃষক মোঃ সোহেল রানা, হানিফ হাওলাদার ও বারেক গাজী বলেন, এবছর মুগ ডালের ফলন ভালো হয়েছে। তবে এখন শ্রমিক সঙ্কটের কারণে তাদের ডালের অর্ধেকটা দিতে হচ্ছে। এতে আমাদের লোকসান হচ্ছে।

সোনাখালী গ্রামের কলি আক্তার নামের এক শ্রমিক বলেন, প্রচুর রোদ আর পিপাসায় ক্লান্ত হয়ে পড়ি। আমরা একসাথে ৫/৬ জন করে এক একজন কৃষকের ডাল অর্ধেক ভাগে তুলে দেই। এতে আমাদের এ মৌসুমে বাড়তি কিছু আয় হয়।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, কৃষি বিভাগের পরামর্শ ও তদারকিতে এবং আবহাওয়া অনুকূলে থাকায় ডালের বাম্পার ফলন হয়েছে। এ বছর হেক্টর প্রতি ১২০০ কেজি থেকে ১৫০০ কেজি ডালের ফলন হয়েছে।

(এএস/এসপি/মে ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test