E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০১৪ অক্টোবর ২৬ ১৫:৪২:৪১
নড়াইলে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় গম ও খেসারী চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আব্দুল গাফফার খান।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম।

প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় গম চাষের জন্য ১৩ হাজার ৮৫ জন কৃষককে ২৬১.৭ মেট্রিকটন বীজ, ২৬১.৭ মেট্রিকটন ডিএপি ও ১৩০.৮৫ মেট্রিক টন এমওপি এবং খেসারী চাষের জন্য ৭২০ জন কৃষকের মাঝে ৬ মেট্রিকটন বীজ, ৭.৫ মেট্রিকটন ডিএপি এবং ৩.৭৫ মেট্রিকটন এমওপি সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষককে গম চাষের জন্য প্রতি বিঘার ২০ কেজি বীজ. ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং খেসারী চাষের জন্য প্রতি কৃষককে ৮ কেজি বীজ, ১০ ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার দেওয়া হবে।

(টিএআর/এএস/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test