E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে তিল চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

২০২৩ মে ২৫ ১৩:৫২:২৮
গোপালগঞ্জে তিল চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর চাষাবাদ সম্প্রসারণ উপলক্ষে দু’টি কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এই মাঠ দিবসের আয়াজন করে। মাঠ দিবসে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহা-পরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য দেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক।

গোপালগঞ্জ বিনা কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমবেশে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, কৃষক মোঃ রফিক সিকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিনা তিল-২ একটি ঔষধি গুন সম্পন্ন তৈল বীজ। এ তেল ক্যান্সার,হৃদ, চর্মরোগ প্রতিরোধ করে। প্রতি হেক্টরে এ তিল সর্বোচ্চ ১ হাজার ৮০০ কেজি ফলন দেয়। তিলের আবাদ করে কৃষক পাটের তুলনায় ২ থেকে ৩ গুন বেশি টাকা উপার্জণ করতে পারেন।

(এমএস/এএস/মে ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test