E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেঁপে চাষে সফলতার মুখ দেখছেন অলি উদ্দিন

২০২৩ জুন ১২ ১৮:৪৬:৫৬
পেঁপে চাষে সফলতার মুখ দেখছেন অলি উদ্দিন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : পেঁপে চাষে সফল হওয়ার প্রত্যাশা করছেন অলি উদ্দিন তিনি গ্রীন লেডি ও টপ লেডি জাতের পেঁপেসহ একাধিক জাতের পেঁপে চাষ শরু করছেন। ইতি মধে প্রায় গাছেই ফল ধরতে শুরু করেছে।  ৪-৬ ফুট উচ্চতার গাছ গুলোতে থোকায় থোকায় ঝুলে আছে সবুজ  রঙের অসংখ্য পেঁপে। আবহাওয়া ঠিক থাকলে পেঁপের ভালো ফলন হওয়ার আশা করছেন তিনি। শুধু পেঁপেই নয় পুকুরে মাছ চাষ পুকুরের দুপাশে মাছা করে জিঙ্গে সসিন্ধা  এবং লাউয়ের ঝাঁক ও করেছেন তবে সেসব সবজির গাছ এখনো ছোট। 

পরিকল্পিত ভাবে এমন পেঁপে চাষের সংবাদ পেয়ে আজ সোমবার অলি উদ্দিনের প্রজেক্ট পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ এসময় অন্যান্য কর্মকর্তারা সাথে ছিলেন।

জানা যায়, সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাস্তার পাশে মাছ চাষের জন্য ৯ একর জমির ওপর ১০ টি পুকুর খনন করেন। পরবর্তিতে তিনি মাছ চাষ শুরু করেন গত বছর ২০২২ সালেশখের বশে পেঁপে গাছ লাগান, কয়েকটি পেঁপে গাছে ভালো ফলন হওয়ায় এ বছর তিনি ৫০০ শত পেঁপের চারা রোপন করেন। সব কিছু ঠিক থাকলে প্রায় ৫ লক্ষ টাকা লাভ হবে বলে আশা প্রকাশ করেন।

অলি উদ্দিন হাওলাদার বলেন, আমি এটি করেছি বেকার যুবকতের উৎসাহ দেয়ার জন্য সকলে যদি নিজ নিজ জমিতে, বাড়ীর আঙ্গিনায় এবং ছাঁদ বাগানে এধরনের সবজি চাষ করেন খাদ্যে সয়ং সম্পূর্ণ হবে বাংলাদেশ। সেই সাথে দ্রব্যমূল্যের উর্ধগতিও কিছুটা কমবে।

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, অলি উদ্দিন হাওলাদারের বিভিন্ন সবজি চাষে সফল আমরা পরিদর্শন করেছি, তিনি সুন্দর করে পরিকল্পতি ভাবে পেঁপে চাষ করেছেন, পাশাপাশি অন্যন্য সবজিও চাষ করেছেন। তাঁর চাষ করা পেঁপেগুলো আকারে বেশ বড় হবে বলে মনে করছি। সুবর্ণচরের আবহাওয়া পেঁপেসহ অন্যান্য সবজি আবাদে বেশ উপযোগী, এখানে চাষিরা অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপের চাষ করে থাকেন। কৃষি বিভাগ তাদের সব ধরনের সহযোগীতা করে আসছে। এবং যে কোন পরামর্শে কৃষি বিভাগ তাদের পাশে থাকবে।

(এস/এসপি/জুন ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test