E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় এক হাজার কৃষক পেলেন রোপা আমনের কৃষি প্রনোদনা

২০২৩ জুন ২৩ ২০:৪৪:২৭
কেন্দুয়ায় এক হাজার কৃষক পেলেন রোপা আমনের কৃষি প্রনোদনা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার ১ হাজার প্রান্তিক কৃষক পেলেন, বিনামূল্যে রোপা আমনের কৃষি প্রনোদনা। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভ‚ঞা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ১ হাজার কৃষকের মাঝে রোপা আমনের ৫ কেজি বীজ ব্রী ধান ৭৫, ৮৭, ৯৫ ও বিনা ১৭ সহ বিভিন্ন জাতের বীজ ধান এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। কৃষকরা প্রনোদনার এই বীজ ও সার পেয়ে উপকৃত হবে বলে জানান, কৃষি কর্মকর্তা।

এমপি অসীম কুমার উকিল বলেন, কৃষিবান্ধব সরকারের প্রনোদনা পেয়ে কৃষকদের মাঝে ফসল উৎপাদনে যাতে আধুনিকতার ছোয়া লাগে এবং সঠিক কৃষকরা যাতে এই প্রনোদনা পায় সেজন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি।

(এসবিএস/এএস/জুন ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test