E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

২০২৩ নভেম্বর ০৩ ১৬:২০:২৩
রাজারহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে কৃষকেরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। এজন্য চাষীরা জমি প্রস্তুত করে আলুর বীজ ফেলছেন জমিতে। দাম বেশী পাওয়ার আশায় তারা স্বল্প মেয়াদী আমান ধান আবাদ করে আলু চাষে ঝুকে পড়েছেন। 

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের দুধখাওয়া মন্ডলপাড়া গ্রামের কৃষক আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডল তার নিজস্ব ৪ একর জমিতে সবজির চাহিদা পূরণের জন্য আগাম এস্টারিক্স জাতের আলু লাগানো আরম্ভ করেন। পূর্ব পরিকল্পনা মোতাবেক আগাম আলু লাগানো লক্ষ্যে তিনি ওই সব জমিতে স্বল্প মেয়াদি জাতের ব্রিধান-৭৫ ও বিনা-১৭ জাতের ধান লাগিয়েছেন।

কৃষক আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডল জানান, ২০২০ ও ২০২১ সালে ওই সব জমিতে আলু চাষ করে হিমাগারে রেখেঅনেক লোকসান গুনছিলেন। তাই গত বছর ২০২২ পরীক্ষামূলক আগাম এস্টারিক্স জাতের আলু লাগিয়ে ২০-২৫ জানুয়ারী/২০২৩ এর মধ্যে খোলা বাজারে বিক্রি করে বেশ লাভ হয়েছিল। তাই তিনি এ বছর আগাম আলু চাষ করার পরিকল্পনা করেন। একই গ্রামের মোঃ নজরুল ইসলাম মন্ডল ৬০ শতাংশ, সুজন চৌধুরী ৫৫ শতাংশ, মাসুদ মিয়া ৬০ শতাংশ এবং মকবুল হোসেন ৮০ শতাংশ জমিতে আগাম আলু চাষ করার জন্য জমি প্রস্তুত করেছেন। বর্তমানে আলুর দাম বেশী হওয়ায় আগাম জাতের আলুতে লাভের আশাও করছেন।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মো: আজহারুল ইসলাম আলু চাষ বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে আসছে এবং পরবর্তীতে সময় উপযোগী সকল পরামর্শ প্রদান করবেন বলে আসস্থ করেন।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী বলেন, এ বছর রাজারহাট উপজেলায় ২৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(পিএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test