E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে হাইব্রিড ধান বীজ কিনে প্রতারিত ৫০ কৃষক

২০২৩ ডিসেম্বর ১১ ১৭:১৯:৩৮
গোপালগঞ্জে হাইব্রিড ধান বীজ কিনে প্রতারিত ৫০ কৃষক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে হীরা-২ জাতের ধান কিনে প্রতারিত হয়েছেন কমপক্ষে ৫০ জন কৃষক। ভালো ফলনের আশায় চড়া দামে বীজ কিনেও চারা গজায়নি বলে অভিযোগ কৃষকদের। এমনই অভিযোগ করেছেন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের কৃষক মিরাজ সরদার জিয়া শিকদার, শাহজাহান, আহাদ সরদার, রাজ্জাক শেখসহ ৫০ কৃষক।

সিরাজ সিকদার বলেন, আমি বোরো আবাদের জন্য ভাটিয়াপাড়া সুপ্রীম সীড কোম্পানীর সাব ডিলার কাজী খোকনের কাছ থেকে হীরা-২ জাতের এক কেজি ওজনের ১০ প্যাকেট হাইব্রিড ধান বীজ ক্রয় করি। বাড়িতে নিয়ে প্রতি বছরের মতো এবারও পানিতে ধান বীজ ভিজিয়ে রাখি। পরে পানি থেকে তুলে চারা গজানোর জন্য জাগ দেই। কিন্তু ওই ধান বীজ থেকে কোন চারা গজায়নি। পরে ওই বীজ নিয়ে ওই দোকানে গেলে তিনি চ্যালেঞ্জ করেন। বলেন, আমাদে;র নাকি ঠিক মতো বীজ ভেজানো হয়নি। অথচ আমি দীর্ঘ ৫ বছর ধরে ওই দোকান থেকে হীরা-২ বীজ কিনে আবাদ করে আসছি। আমার মতো আরও অনেক কৃষক এ বছর হীরা-২ ধানের বীজ কিনে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। সঠিক সময় বীজতলায় চারা ফেলতে না পেরে আমাদের মধ্যে চরম হতাশ বিরাজ করছে। ধানের ফলন নিয়ে আমরা বিপর্যয়ের মুখে পরতে পারি। তাই আমি এ প্রতারণার প্রতিকার চাই।

এ বিষয়ে বীজের সাব ডিলার কাজী খোকন বীজ না গজানোর কথা অস্বীকার করে বলেন, ‘বীজে কোন ভেজাল নেই। কৃষকরা সঠিকভাবে নিয়ম না মানায় বীজ থেকে চারা গজায়নি। কৃষকের অভিযোগের সত্যতা পেলে কোম্পানী ক্ষতিপূরণ দেবে।’

ওই বাজারের বীজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম কাজী বলেন, এ বছর হীরা-২ জাতের ধান বীজ গজায় নি। আমি আমার এলাকার কৃষকের ক্ষতি করতে চাই না। তাই আমি এ বছর হীরা ধানবীজ আমার দোকানে তুলিনি। এক প্যাকেট হীরা ধান বীজ বিক্রি করিনি।

সুপ্রীম সীড কোম্পানীর প্রতিনিধি আশিকুল হক বলেন, ‘আমরা বীজের অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষার করেছি। আমাদের কোম্পানীর বীজে কোন ধরণের সমস্যা নেই। তবে কৃষকরা অধিক সময় পানিতে বীজ ভিজিয়ে রেখেছিল। যে কারণে বীজ পঁচে চারা গজায়নি।’

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আজিজুল করীম বলেন, ‘আমাদের কাছেও অনেক আগেই এ ধরণের অভিযোগ এসেছে। এ বিষয় আমরা বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছি। আমরা কৃষকদেরও সচেতন করছি। তাদের যাচাই করে মান সম্মত বীজ বীজ কেনার জন্য পরামর্শ দিয়েছি ।এ বিষয় আমরা সোচ্চার আছি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, গোপালগঞ্জে সারাদেশের মধ্যে হাইব্রিড ধান সবচেয়ে বেশি চাষাবাদ হয়। হাইব্রিড ধানবীজ কিনে কৃষক প্রতারিত হওয়ার অভিযোগ আমাদের কাছে আছে। যদি কৃষক সেভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা কৃষকের পাশে থেকে কোম্পানীর লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

(টিবি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test