E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় ১৭৯ পরিবারের মাঝে পুষ্টি বাগান স্থাপনের জন্য বীজ বিতরণ

২০২৪ জানুয়ারি ১৬ ২২:৩৬:০৬
পাংশায় ১৭৯ পরিবারের মাঝে পুষ্টি বাগান স্থাপনের জন্য বীজ বিতরণ

একে আজাদ, রাজবাড়ী : মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় ১৭৯ পরিবারকে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৬টি করে ফলের চারা ও ১৯ প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

জানা যায়, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ প্রদান করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, প্রতিটি পরিবারকে ২টি করে পেঁপের চারা, একটি করে থাই জাম্বুরার চারা, ১টি করে পেয়ারার চারা ও ১টি করে আমের চারা, ১টি করে লেবুর চারা ও ১৯ প্রকার শাক-সবজীর বীজসহ ৫০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। এই পুষ্টি বাগান স্থাপন করা হলে একটি পরিবার ১২ মাস তাদের পুষ্টি চাহিদা মিটাতে পারবে।

(একে/এএস/জানুয়ারি ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test