E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

২০১৪ নভেম্বর ১৩ ১৬:৪৬:২৭
গোপালগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা কৃষি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মাদ জালাল উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রমেশ চন্দ্র ব্রক্ষ্ম, উপজেলা কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. লিয়াকত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ বিশ্বাস, কৃষক প্রতিনিধি মো. দাউদ আলি শেখ, এস এম শামচুল আলম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এএস/নভেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test