E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় ৬০ জন কৃষাণীর মাঝে সবজি বীজ, সার এবং কৃষি উপকরণ বিতরণ

২০২৪ মার্চ ৩১ ১৯:৩০:২১
পাংশায় ৬০ জন কৃষাণীর মাঝে সবজি বীজ, সার এবং কৃষি উপকরণ বিতরণ

একে আজাদ, রাজবাড়ী : পারিবারিক সবজি পুষ্টি বাগান’ সম্প্রসারণে রাজবাড়ীর পাংশাতে কৃষক পরিবারের মাঝে সার এবং বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে পাংশা উপজেলা কৃষি অফিস থেকে উপকারভোগী ৬০ জন কৃষানীর মাঝে আনুষ্ঠানিকভাবে সবজি বীজ, সার এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিক ভাবে সবজি বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, প্রথম বারের মতো পাংশা উপজেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগান’ সম্প্রসারণে বিনামূল্যে সবজি বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২ টি ইউনিয়নের ৬০ জন কৃষানীর মাঝে এগুলো বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ১০ টি ইউনিয়নের ৩০০ জন কৃষানীর মাঝে এসকল উপকরণ বিতরণ করা হবে।

(একে/এএস/মার্চ ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test