E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সালথায় ১০০ একর জমিতে বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ

২০২৪ মে ১১ ১৮:১৯:০৫
সালথায় ১০০ একর জমিতে বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ১০০ একর জমিতে বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করা হয়েছে। এই প্রথম পাট ও পেঁয়াজের পাশাপাশি এবছর বাণিজ্যিকভাবে ভূট্টা চাষ করেছে কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছেন, এবছর ৪০ হেক্টর (১০০ একর) জমিতে বাণিজ্যিকভাবে ভূট্টা চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৮ থেকে ১০ মেঃটন ভুট্টা ফলন হচ্ছে।

উপজেলার ভূট্টাচাষি বারেক শেখ বলেন, ১০ কাঠা জমিতে ভূট্টার চাষ করেছি। এবার নতুন তো তাই কাঠা প্রতি আড়াই মন থেকে তিন মন ভূট্টা ফলন হচ্ছে।

লুৎফর রহমান নামে আরেক চাষি বলেন, আমি এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি কাঠায় ৩মন করে ফলন হয়েছে। বাজারে দাম পাচ্ছি ১ হাজার টাকা করে প্রতিমণ।

উপজেলার ইকবাল শরীফ নামে আরেক চাষি বলেন, এবছর পেঁয়াজ ও পাট চাষের পাশি ৪বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রথম চাষ হিসেবে ফলন মোটামুটি হয়েছে। ভুট্টা চাষ লাভজনক চাষ। বাজারে ভালো দামে বিক্রি করা যায়, আবার ভুট্টা গুড়া করে গরুকে খাওয়ালে গরু মোটা তাজা হয়।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, এবছর উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভূট্টার চাষ করা হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষ লাভজনক। সারা বছর দাম ভালো পাওয়া যায়। আগামীতে ভুট্টা চাষ আরো বাড়তে পারে।

(এএন/এসপি/মে ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test