E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন

২০১৪ নভেম্বর ২০ ১৮:১৮:৪৫
রামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বিগত কয়েক বছরের তুলনায় এবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ব্যাপী চলতি মৌসুমে ব্যাপক আমন ধানের ফলন হয়েছে। তাই কৃষকদের ঘরে ঘরে আনন্দ তারা এখন হাসি মুখে ধান কাটা, মাড়া নিয়ে ব্যস্ত সময় পার করছে আর কৃষানীরা নতুন ধানের শীতের বিভিন্ন পিঠা তৈরি করছে।

রামগঞ্জ কৃষি অফিস সুত্রে ও কৃষকদের সাথে আলাপ করে জানা যায়,উপজেলার সমেষপুর, শোশালিয়া, নাগমুদ, পানিয়ালা, নোয়াগাও ইছাপুর গ্রাম সহ মোট ৩২ শত হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। আর এসব জমিতে ১২হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। অল্প কয়েকটি জমি ব্যতিত সব জমিতে ভাল ফলন হয়েছে। কৃষকরা জানান, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং মাঠ পর্যায়ে কৃষি অফিসারদের পরামর্শক্রমে সময়মত ভাল বীজ,সার ও কীটনাশক ব্যবহার করতে পারায় তারা বিগত ৫/৬ বছরের তুলনায় এই বছর ভাল ফলন পেয়েছে। সমেষপুর গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট বর্তমানে কৃষির সাথে সম্পৃক্ত বাচ্ছু আঠিয়া বলেন, আমি মোট ১ একর জমিতে আমন ধান চাষ করেছি আমার সকল জমিতে ভাল ফলন হয়েছে। কৃষক মন্নান জানান,বিগত বছরের তুলনায় এবার অনেক ফলন বেশি হয়েছে পরিশ্রম করে ভাল ধান পাওয়া খুব ভাল লাগছে।

রামগঞ্জ কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন,আমাদের মাঠ পর্যায় কৃষি সুপারভাইজাররা কৃষকদেরকে ভাল বীজ ও সুষমাসার এবং রোগ-বালাই দূরকরণে ভাল কীটনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করায় কৃষকরা তা সময়মত ব্যবহারে এর সুফল পেয়েছে।আসছে বরো মৌসমেও ভাল ফলন পাওয়ার জন্য এখন থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। বরো ধানের ভাল ফলনের জন্য খাল গুলি খনন করা খুব প্রয়োজন।

(এমএএইচ/এএস/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test