E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৩ দফা দাবিতে সাতক্ষীরা জেলা কৃষকদলের স্মারকলিপি প্রদান

২০১৪ ডিসেম্বর ২৩ ১৭:৫৭:১৪
১৩ দফা দাবিতে সাতক্ষীরা জেলা কৃষকদলের স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি : কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যে, ভারত থেকে ভুট্টা আমদানী বন্ধ, পুলিশী হয়রানী বন্ধ,সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ, সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লস্কর তাজুল ইসলামের মাধ্যমে সাতক্ষীরা জেলা কৃষকদলের নেতৃবৃন্দ এ সমআরকলিপি পেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেলিম,সহ-সভাপতি হাবিবুল্রাহ বাদশা, পৌর বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, জেলা বাস্তুহারাদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, গোলাম সরোয়ার, জাহিদ হোসেন, গোলাম মোস্তফা, ইসলাম হোসেন, জিয়াউর রহমান, আফজাল হোসেন, হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মাসুম রাজ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি এবং শ্রম শক্তির সবচেয়ে বড় যোগানদার এ দেশের কৃষি ব্যবস্থা। অথচ আজ বাংলাদেশের মানুষ দিশেহারা। বর্তমান সরকার এদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দেশের প্রতিটি জেলা কৃষকরা নানা ভাবে বঞ্চিত হচ্ছে। অথচ সরকারের কেউ পাশে এসে দাড়াচ্ছে না। কোথা কোথাও ক্ষমতাসীন দলের ক্যাডাদের দ্বারা কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। সাথে সাথে সরকারের ওপর মহলের লুটপাটের কারণে কৃষকের উৎপাদনের সাথে জড়িত, সার, বীজ, ডিজেল,বিদ্যুৎ, কীটনাশকসহ সকল উপকরণের মূল্য দফায় দফায় বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বহুগুণবৃদ্ধি পেয়েছে। অথচ কৃষরা ন্যায্য মূল্য পাচ্ছে না। অবিলম্বে কৃষক বান্ধব সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষকের নায্যদাবি আদায়ের হুশিয়ার প্রদান করা হয়েছে।

(আরকে/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test