E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে সবজি আবাদী কৃষাণীদের মাঠ দিবস অনুষ্ঠিত

২০১৪ ডিসেম্বর ২৩ ১৯:৫৬:১৫
শেরপুরে সবজি আবাদী কৃষাণীদের মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে সবজি আবাদকারী কৃষণীদের নিয়ে ২৩ ডিসেম্বর মঙ্গলবার সদর উপজেলার লছমমপুর ইউনিয়রের টিকারচর গ্রামে এক প্রদর্শনী মাঠ দিবস হয়েছে। এতে সবজি ও অন্যান্য ফসল চাষে গুটি ইউরিয়া প্রয়োগ পদ্ধতি সম্পর্কে কৃষাণীদের সচেতনতা বৃদ্ধি ও অবহিতকরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আইএফডিসি-আপি প্রকল্পের আওতায় ওয়ালমার্ট ফাউন্ডেশন আয়োজিত এ মাঠ দিবসে এলাকার ৪০ জন সবজি আবাদকারী কৃষাণী অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে সবজি চাষে গুটি ইউরিয়া ব্যবহার করে অধিক সবজি, অধিক পুষ্টি, বেশী পরিশ্রম, বেশী বেশী আয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি সাধন বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য রাখেন আপি’র ফিল্ড সুপারভাইজার সাবিহা নাজনীন ও মনিটরিং অফিসার সেতু মিত্র। আলোচনা শেষে স্থানীয় কৃষাণী রহিমা বেগমের প্রদশর্নী মাঠটি পরিদর্শন করা হয়।

(এইচবি/পি/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test