E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকলায় সবজি আবাদে গুটি ইউরিয়া প্রযুক্তি সম্প্রসারণ মাঠ দিবস অনুষ্ঠিত

২০১৫ জানুয়ারি ২৫ ১৮:৩৫:২০
নকলায় সবজি আবাদে গুটি ইউরিয়া প্রযুক্তি সম্প্রসারণ মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় সব্জী আবাদে গুটি ইউরিয়া প্রযুক্তি সম্প্রসারনের ওপর এক প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাছুর আলগা গ্রামের মাইজপাতি এলাকায় ২৫ জানুয়ারি রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আপি-ওয়ালমার্ট ফাউন্ডেশন অ্যাকটিভিটি এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে স্থানীয় কৃষাণী মেরি বেগমের ১০ শতক জমিতে আবাদ করা ডায়মন্ড জাতের আলু উত্তোলন করে দেখা যায়, গুড়া ইউরিয়ার চাইতে গুটি ইউরিয়া ব্যবহারে একর প্রতি গড় ফলন ৪০ মণ বেশি হয়েছে। গুড়া ইউরিয়ায় একর প্রতি ১৮০ মণ ফলনের বিপরীতে গুটি ইউরিয়ায় ফলন হয়েছে একরে ২২০ মণ।

এ উপলক্ষে স্থানীয় কৃষক আব্দুর রশিদের বাড়ীর আঙিনায় অনুষ্ঠিত কৃষক-কৃষানী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আপি-ওয়ালমার্ট ফাউন্ডেশন অ্যাকটিভিটির ফিল্ড সুপারভাইজার সাবিহা নাজনীন প্রধান অতিথি ও ফিল্ড মনিটরিং অফিসার সেতু মিত্র বিশেষ অতিথির বক্তব্য রাখেন। আইসিএম কৃষক ক্লাব সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গণি, ইউপি মেম্বার মাহবুবুল আলম রানা, সাংবাদিক ইউসুফ আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এ মাঠ দিবসে এলাকার ৫০ জন কৃষানী ও ১০ জন কৃষক অংশগ্রহণ করেন।

আপি-ওয়ালমার্ট ফাউন্ডেশন অ্যাকটিভিটির ফিল্ড মনিটরিং অফিসার সেতু মিত্র জানান, আইএফডিসির সহায়তায় সব্জী আবাদে গুটি ইউরিয়া ব্যবহারের ওপর আপি-ওয়ালমার্ট ফাউন্ডেশন অ্যাকটিভিটির মাধ্যমে কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। যাতে উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে দিয়ে নারীর ক্ষমতায়ন ও পুষ্টির উন্নয়ন ঘটে।

(এইচবি/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test