E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোরো রোপনে ব্যস্ত শেরপুরের কৃষকরা

২০১৫ জানুয়ারি ২৬ ১৭:৪০:০২
বোরো রোপনে ব্যস্ত শেরপুরের কৃষকরা

শেরপুর প্রতিনিধি : শেরপুরে বোরো রোপনের ধুম পড়েছে। মাঠে মাঠে কৃষকরা এখন বোরো রোপনে ব্যস্ত সময় পার করছেন। গত আমন এবং বোরোতে ধানের ভাল ফলন ও দাম পাওয়ায় কৃষকরা এবারও বোরো আবাদে ঝাপিয়ে পড়েছেন।

কৃষকরা জানান, মৌসুমের শুরুতেই সার-বীজ এবং কৃষি উপকরনের দাম নাগালের মধ্যে থাকায় বোরো চাষে তাদের তেমন বেগ পোহাতে হচ্ছে না। তাছাড়া সেচের জন্য ডিজেল এবং বিদ্যুতেরও এখন তেমন একটা সংকট নেই। এতে করে বোরো রোপনে কৃষকদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।

শেরপুর খামারবাড়ীর হিসাব মতে, জেলায় এবার প্রায় ৮৬ হাজার ৮১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৬০ ভাগ জমিতে বোরোর রোপন কাজ শেষ হয়েছে।

কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, কৃষকরা এখন বোরো মৌসুমে দেশী জাতের চাইতে উচ্চ ফলনশীল জাতের বিআর-২৮, বিআর-২৯, বিআর-২৬ এবং হাইব্রীড জাতের ধান আবাদেই বেশী ঝুঁকছেন। কৃষি বিভাগও ভাল ফলনের জন্য কৃষকদেরকে উফসী জাতের ধান আবাদ, সঠিক বয়সের চারা রোপন, সুষম সার ব্যবহার ও রোপনের পর পরই ক্ষেতে কাঠি পূতে দেওয়ার পরামর্শ দিচ্ছেন এবং উদ্বুদ্ধকরণ সভা করছেন। এতে ফলন ভাল হবে এবং ফসলের উৎপাদন খরচও অনেকটাই কমবে।

শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামের কৃষক সাইজদ্দিন মিয়া (৫২) বলেন, আমনে বিনা-৭ ধান কইরা ভালো ফলন পাইছি। গতবার বোরোতেও ভালো ধান হয়েছে। এখন বিআর-২৮ ধান লাগাইতাছি। এইবার আবহাওয়ার অবস্থাও ভারো, বীজ-সার-তেলের কোনো সমস্যা নাই। ভালোভাবে জমি তৈরী করা যাচ্ছে। ওই গ্রামের আরেক কৃষক আহমদ আলী বলেন, এহন আমরা বোরো লাগাতে ব্যস্ত। সকল কৃষকই এখন মাঠে। ক্ষেতের শরিষা কেটে বোরো লাগাচ্ছি। কৃষি শ্রমিক আহেজ উদ্দিন (৪৮) বলেন, চারশ’ টাকা দিন ময়না (মজুরী)। বোরো লাগানোতে ব্যস্ত সময় যাচ্ছে। দম ফেলাবার ফুরসৎ নেই।

শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মো. আব্দুস সালাম বলেন, বোরো রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৬০ ভাগ জমিতে বোরোর রোপন কাজ শেষ হয়েছে। আশা করি এ মাসের মধ্যেই বোরোর রোপন কাজ মেষ হবে। আমরা কৃষকদেরকে ভাল ফলনের জন্য উফসী জাতের ধান আবাদ, সঠিক বয়সের চারা রোপন, সুষম সার ব্যবহার ও রোপনের পর পরই ক্ষেতে কাঠি পূতে দেওয়ার পরামর্শ দিচ্ছি। আশাকরি সঠিকভাবে আবাদ করতে পারলে আমনের মতো বোরোতেও এবার ভাল ফলন পাওয়া যাবে।

(এইচবি/এএস/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test