E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাটমোহরে নতুন জাতের জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬৪ এর আবাদ

২০১৫ জানুয়ারি ২৯ ১৭:২৪:০৫
চাটমোহরে নতুন জাতের জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬৪ এর আবাদ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে এই প্রথম নতুন জাতের জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬৪ এর আবাদ শুরু হয়েছে। চাটমোহর উপজেলায় চলতি বোরো মৌসুমে ৪ হেক্টর জমিতে এই ধানের আবাদ করা হয়েছে।

বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রওশন আলম গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠে এই ধানের আবাদকৃত জমি পরিদর্শন করেন। এ সময় সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রবিউল করিম, আসাদুজ্জামান, আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা রওশন আলম জানান, এই ধানের আবাদে অতিরিক্ত ব্যয় হয় না। ফলন হবে বেশী। এই ধানের ভাত শিশু ও বৃদ্ধদের জন্য উপকারী। আগামীতে এর আবাদ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(এসএইচএম/এএস/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test