E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গফরগাঁওয়ে মটরশুটি চাষে দুই শতাধিক কৃষকের ভাগ্যবদল

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১৬:০৮:১৫
গফরগাঁওয়ে মটরশুটি চাষে দুই শতাধিক কৃষকের ভাগ্যবদল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে অনাবাদি জমিতে মটরশুটি চাষ করে ভাগ্যর চাকা ঘুরিয়েছেন দুই শতাধিক কৃষক। উপজেলার পাঁচবাগ, যশরা, রসুলপুর, গফরগাঁও, টাঙ্গাব, দত্তেরবাজার, সালটিয়াসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত ৫০ হেক্টর জমিতে মটরশুটির আবাদ হয়েছে। এর মধ্যে সালটিয়া ইউনিয়নের রৌহা, বাগুয়া ও পুখুরিয়া গ্রামে অনাবাদি প্রায় ১৫ হেক্টর জমিতে মটরশুটির আবাদ হয়েছে। এসব এলাকায় যতদুর চোখ যায়  মটরশুটি ক্ষেতের সবুজের সমারোহ। মটরশুটির বাম্পার ফলনে চলতি মৌসুমে দুই শতাধিক কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের কৃষক শহীদ খাঁ, আব্দুল কাদের খাঁ,আবুল হাসেম,রাসেল মিয়া, সোহরাব মিয়া, আব্দুল মজিদ, মজনু গোলন্দাজ, এয়াকুব আলী গোলন্দাজ, চানু গোলন্দাজ,ও রৌহা গ্রামের রফিকুল ইসলাম,আতা বেপারীসহ অনেক কৃষকের সাথে কথা বলে জানা যায়,এ অঞ্চলের কৃষকরা মূলত ধান চাষের উপর নির্ভরশীল। কিন্তু বছর খানেক আগে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোড শেডিংয়ের কারনে দুটি গভীর নলকূপ বন্ধ করে দেয় কতৃপক্ষ। এতে অনাবাদি হয়ে পড়ে রৌহা বাগুয়া, জন্মেজয়, ও পুখুরিয়া গ্রামের অন্তত ১৫ হেক্টর জমি। এ অবস্থায় উপজেলা কৃষি অফিসারের পরামর্শ ও অনুপ্রেরনায় অনাবাদি জমিগুলোতে কৃষকরা মটরশুটি আবাদ করে। এভাবেই ধান চাষের পরিবর্তে মটরশুটি আবাদ করে এ এলাকার অন্তত শতাধিক কৃষক। কৃষকরা জানান, ক্ষেতে মটরশুটি গাছের অবস্থা দেখে মনে হয় এবার আমাদের ভাগ্য অনেকটা পরিবর্তন হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে ৫০হেক্টর জমিতে মটরশুটি আবাদ হয়েছে।

বাগুয়া গ্রামের আব্দুছ ছামাদ মেম্বার, করিম গোলন্দাজ জানান, প্রতি একর জমিতে মটরশুটি আবাদে হাল চাষ, বীজ, সার, সহ সর্বসাকুল্যে খরচ হয় ৩ হাজার টাকা। প্রতি একর জমিতে অন্তত ৩৩ থেকে ৩৫ মন মটরশুটি উৎপাদন হয়। বর্তমান বাজার দরে প্রতি একরের উৎপাদিত মটরশুটি ৫৩ থেকে ৫৭ হাজার টাকা বিক্রি করা যাবে। তাতে প্রতি একরে লাভ হবে ৫০ থেকে ৫৩ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কম খরচে প্রচুর লাভ হওয়ায় দিন দিন মটরশুটি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এবার উপজেলার প্রায় সব এলাকাতেই মটরশুটির বাম্পার ফলন হয়েছে।

(আরআইকে/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test