E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহের কালীগঞ্জে সুস্বাদু স্ট্রবেরী চাষ

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ১৪:০৫:০১
ঝিনাইদহের কালীগঞ্জে সুস্বাদু স্ট্রবেরী চাষ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের আশরাফ হোসেন স্বপন নামে এক কৃষক সুস্বাদু ‘স্ট্রবেরী’ ফলের চাষ করছেন । টেলিভিশন ও পত্র পত্রিকার স্ট্রবেরী চাষ নিয়ে প্রতিবেদন দেখে এ ফল চাষে আগ্রহ জন্মে তার। গত বছর ১৮ শতক জমিতে স্ট্রবেরী চাষকরে লাভ খুব একটা না পেলেও, হতাশ হননি তিনি। এবছর নিজের উৎপাদিত চারা দিয়ে ৬৮ শতক জমিতে স্ট্রবেরী চাষ করেছেন।

নিজের চারা থাকায় এবছরে সময়মত চারা বপন করতে পেরেছেন। গতবছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছরে সঠিক পরিচর্যা করায় ফলন এসেছে গত বছরের তুলনায় অনেক বেশি। এবারের ফলগুলো বেশ পরিপুষ্ট হয়েছে। এ বছরে চারা বিক্রি বাদেই শুধু ফল বিক্রি করে কমপক্ষে ৪লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন চাষী স্বপন। সফলফুল চাষী হিসেবে পরিচিত স্বপন এবারে স্ট্রবেরী চাষের পাশাপাশি ড্রাগন ফলের চাষও শুরু করেছেন।স্বপন বলেন, কালীগঞ্জে জাফর বীজ ভান্ডারের সহযোগিতায় ও মুনসেন কোম্পানীর কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে গতবছর জয়পুর হাট থেকে তিনি স্ট্রবেরীর চারা সংগ্রহ করেন। প্রতিটি চারা ২০টাকা দরে ক্রয় করে ১৮ শতক জমিতে প্রায় ৩ হাজার চারা রোপনকরেছিলেন। চারা ক্রয়, চাষ, রোপন, সেঁচ ও ক্ষেতের বেড়াসহ যাবতীয়পরিচর্যায় ১৮ শতকে তার খরচ হয়েছিলপ্রায় ৮৫ হাজার টাকা। এ বছরে নিজের চারা থাকায় খরচ অনেক কম হয়েছে। তিনি আরো জানান, এ বছর নারায়নগঞ্জের এক চাষীরকাছে ৬হাজার স্ট্রবেরী চারা বিক্রি করে ৬০হাজার টাকা আয় করেছেন।এ বছরে নিজের উৎপাদিত চারা থাকায় সঠিক সময়ে চারা রোপনকরতে পেরেছেন। এবারে গাছে ফলন এসেছে গতবারের তুলনায় দ্বিগুন। এছাড়া এবারের ফলগুলো গতবারের তুলনায় অনেক বেশি পরিপুষ্ট হয়েছে। গতবছর যেখানে ৩০/৪০টি ফলে এক কেজি হতো সেখানে এবছরে ২০/২৫টি ফল কেজি হচ্ছে। চাষী স্বপন জানান,প্রতি কেজি স্ট্রবেরী প্রায় ৪’শ টাকা দরে তিনি বিক্রি করেন। চৌগাছা, কালীগঞ্জ ও ঝিনাইদহের কয়েকজন ফল ব্যবসায়ী তার ফল কিনলেওসেভাবে এখনও স্থানীয় বাজার সৃষ্টি হয়নি। তাই ঢাকাতে ফল বিক্রি করার কথা ভাবছেন তিনি।স্বপন জানান, স্ট্রবেরীর চারা সাধারণত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে চারা রোপন করতে হয়। চারা রোপনের ৩০/৪০ দিনের মাথায় ফলন আসে। ৩ মাস ধরে ফল তোলা যায়। প্রতিটি গাছে ৩বার ফল ধরে। এক মৌসুমে প্রতিটি গাছ থেকে প্রায় দুই থেকে আড়াই কেজি ফল পাওয়া যায় বলে তিনি জানান।স্বপন বলেন, ইতিমধ্যে তার দেখাদেখি এলাকার অনেক চাষী স্ট্রবেরী চাষে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নিজ এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে স্ট্রবেরী চাষ ছড়িয়ে দিতে চান। এই লক্ষে এবছরে লক্ষাধীক চারা তৈরী করবেন বলে তিনি জানান। স্ট্রবেরী ফল চাষেরমাধ্যমে নিজের এলাকার অর্থনৈতিক পরিবর্তন ঘটানোর আশা প্রকাশ করেন তিনি।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জানান,তিনি স্ট্রবেরী চাষী স্বপনের স্ট্রবেরী ক্ষেত পরিদর্শন করেছেন। তাকে বিভিন্নসময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন। অন্যান্যরা চাষীরা স্ট্রবেরী চাষে
কৃষি অফিস তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
(যেআর/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test