E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে মাশরুম চাষীদের প্রশিক্ষণ প্রদান

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ১৫:৪১:০১
মেহেরপুরে মাশরুম চাষীদের প্রশিক্ষণ প্রদান

মেহেরপুর প্রতিনিধি : ডিএমসি (ড্রিম মাশরুম সেন্টার) অফিস ও মেহেরপুর মাশরুম ফাউন্ডেশনের উদ্বোধণ উপলক্ষে আলোচনা সভা ও মাশরুম চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে কাসারী পাড়া ডিএমসি অফিসের মেহেরপুর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহিদুল আমিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, মাশরুম বিশেষজ্ঞ ও জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা ড. আক্তারুজ্জামান, ডিএমসি’র ব্যবস্থাপনা পরিচালক পরিচালক বাবুল আক্তার । অনুষ্ঠানে মাশরুম উদ্দ্যোক্তা ও চাষিরা অংশ গ্রহন করেন। এর আগে ফিতা কেটে ডিএমসি অফিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাশরুম একটি সুস্বাদু, পুষ্টিকর ও ঔষুধি সবজি। নিয়মিত মাশরুম খাওয়ার ফলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ সারা সম্ভব।
(ইএম/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test