E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিজেলের মূল্যবৃদ্ধি, ইরি-বোরো চাষীদের গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৭:২৯:১৩
ডিজেলের মূল্যবৃদ্ধি, ইরি-বোরো চাষীদের গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জামায়াত-বিএনপিসহ ২০ দলের টানা চলমান হরতাল অবরোধের কারণে বরিশালের আগৈলঝাড়ায় রাষ্ট্রীয় জ্বালানী কোম্পানী গুলোর তেলবাহী গাড়ী যথা সময়ে তেল সরবরাহ করতে না পারায় এলাকায় তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। ফলে চলতি ইরি-বোরো মৌসুমে স্থানীয় তেল ব্যবসায়ীরা ডিজেলের মূল্য বাড়িয়ে দেয়ায় অতিরিক্ত দামে ডিজেল কেনায় কৃষকদের অতিরিক্ত লাখ লাখ টাকা গুনতে হচ্ছে।

সূত্র মতে, আগৈলঝাড়া উপজেলা চলতি ইরি-বোরো মৌসুমে ৯ হাজার ৬শ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চাষ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড ৩ হাজার ৭শ’ ৩১ হেক্টর, উফশী বোরো ৬ হাজার ৬শ’ ৩৯ হেক্টর জমি রয়েছে বলে কৃষি অফিস জানায়। উপজেলায় বিদ্যুৎ চালিত ৭১টি ও ডিজেল চালিত ৬শ ৫০টি সেচ পাম্প ব্যবহার করে ইরি-বোরো চাষাবাদ করা হচ্ছে। সারা দেশে হরতাল ও অবরোধের কারনে খুচরা ব্যবসায়ীরা ডিজেলের মূল্যবৃদ্ধি করার কারণে প্রতি ২০ শতক জমিতে চলতি বছরে ৬শ’ টাকা নির্ধারণ করেছে স্থানীয় ব্লক ম্যানেজাররা। তেল ব্যবসায়ীরা জানান, হরতাল ও অবরোধে কারণে তেলের গাড়ী না আসায় তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ডিজেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে উপজেলার ৫টি ইউনিয়নের কৃষকরা চলতি বছরে ইরি-বোরো চাষাবাদের জন্য ২০১৪ সালের তুলনায় এবছর ২শ টাকা অতিরিক্ত গুণতে হচ্ছে। তারপরেও কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবার আশংকা করছে। এ অবস্থা অব্যাহত চলতে থাকলে ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা দারুনভাবে ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকরা।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test