E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহেশপুরে আবারো শিলা-বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৭:৩৮:০৪
মহেশপুরে আবারো শিলা-বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়নে আবারো শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা থেকে ৪ টা পর্যন্ত স্থায়ী হয় শিলাবৃষ্টি।মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন জানান, বৃহস্পতিবার  ভোররাতে ১ ঘন্টা স্থায়ী এই শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি করেছে।

১২ টি ইউনিয়নের মধ্যে নাটিমা, যাদবপুর, মান্দারবাড়ীয়া, স্বরূপপুর, এসবিকে ও পৌর এলাকায় ক্ষতির পরিমান বেশি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নির্নয় করা যায়নি। মাঠকর্মীরা ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শনে গিয়েছেন। ফিরে এলে জানা যাবে।এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান জানান, রাত ৩টার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। এতে আমার ইউনিয়নে ১০টি গ্রামের মসুড়ি, গম, তাকাম, আমের মুকুলসহ অন্যানো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।সুন্দরপুর গ্রামের কৃষক ইমাদুল জানান, ভোররাতে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। এতে আমার ঘরের টিনেরও কিছু ক্ষতি হয়েছে। তবে সকালে মাঠে গিয়ে দেখি মসুড়ি ক্ষেত পুরো নষ্ট হয়ে গেছে।ভালাইপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের জানান, শিলাবৃষ্টিতে আমার ৩ বিঘা জমির তামাক ক্ষেত পুরোটা নষ্ট হয়ে গেছে। এখন আমাকের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।উপজেলা কৃষি অফিসার আবু তালহা জানান, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত এলাকায় আসছি । ক্ষতির পরিমান জানার চেষ্টা করছি।

উল্লেখ্য, রবিবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ১৫ টি গ্রামে শিলাবৃষ্টি হয়। ওই শিলা বৃষ্টিতে ১৫ গ্রামের ৩০০ একর জমির ফসল।

(জেআর/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test