E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্র বিতরণ

২০১৫ ফেব্রুয়ারি ২২ ২০:২০:১৩
মাদারীপুরে ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্র বিতরণ

মাদারীপুর প্রতিনিধি : সম্প্রতি মাদারীপুরের কালকিনি উপজেলায় ষাট ভাগ ভর্তুকির মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

১৫০ জন কৃষকের মধ্যে ধান-গম মাড়াই যন্ত্র, ধান মাড়াই যন্ত্র, ধান ঝাড়াই যন্ত্র, দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্র ও আগাছা নিড়ানী যন্ত্র বিতরণ করা হয়। ৮০০০০ টাকার ধান-গম মাড়াই যন্ত্র এক একজন কৃষক পেয়েছেন মাত্র ৩২০০০ টাকায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষকদের উন্নতির কথা চিন্তা করেই এই ধরনের কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান মিলন ও বৈজ্ঞানিক কর্মকর্তা অজয় কুন্ডু।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test