E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায়  শিলা বৃষ্টিতে কোটি টাকার তরমুজ নষ্ট

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ১৩:১৮:৪৫
কলাপাড়ায়  শিলা বৃষ্টিতে কোটি টাকার তরমুজ নষ্ট

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : আকস্মিক শিলা বৃষ্টি ও ঝড়ো বাতাসে কলাপাড়ার তরমুজ চাষীদের এখন মাথায় হাত। রবিবার বিকালে মাত্র ৫/৬ মিনিটের শিলা বৃষ্টিতে অন্তত পাঁচশ হেক্টর জমির তরমুজ নষ্ট হয়ে গেছে। এতে মেীসুমের শুরুতেই কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শতশত তরমুজ চাষী।

কৃষি অফিস সূত্রে জানাযায়, কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, লতাচাপলী ও লালুয়া ইউনিয়নে প্রায় দুই হাজার হেক্টর জমিতে এবার তরমুজ চাষাবাদ হয়। আর এক মাসের মধ্যে কৃষকরা তরমুজ বিক্রি করতে পারতো। কিন্তু রবিবার বিকালের হঠাৎ শিলা বৃষ্টি ও ঝড়ো বাতাসে অধিকাংশ তরমুজ ক্ষেত নষ্ট হয়ে গেছে।
চম্পাপুরের কৃষক আলামিন তালুকদার জানায়, তার প্রায় দুই একর জমির তরমুজ ক্ষেত নষ্ট হয়ে গেছে। প্রায় ৮০ হাজার টাকা খরচ করে পাঁচ একর জমিতে তরমুজ চাষাবাদ করেছিলেন। সে জানায়, আর ২০/২৫ দিনের মধ্যে কিছু তরমুজ বিক্রি করা যেতো। সেগুলো শিলা বৃষ্টিতে শেষ। আর যে গাছে তরমুজ এখনও ধরেনি সেগুলোও এখন নষ্ট হয়ে যাবে। একই এলাকার আমিরুল হাওলাদার, জয়নাল হাওলাদার, নুরু মুন্সী, অরুন সরকার, বিজয় সরকারের অন্তত ১০ একর জমির তরমুজ ক্ষেত শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান। একই অবস্থা অন্য কৃষকদেরও।
কৃষকরা জানান, তরমুজের গাছে যে সার দেয়া হয়েছিলো তা এখন গাছের পাতা ও লতায় লেগে গেছে। কারণ বর্ষায় ক্ষেতে পানি জমে যাওয়ার কারনে ওই গাছ এখন মরে যাবে। মাত্র পাঁচ মিনিটের শিলা বৃষ্টিতে অন্তত ১০ কোটি টাকার তরমুজ ক্ষেত নষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্ কৃষকরা দাবি করেন।
কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.মশিউর রহমান জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে তরমুজের ব্যপক ক্ষতি হয়েছে। যার কারণ আর কিছুদিনের মধ্যেই এই তরমুজ কৃষকরা বিক্রি করতে পারতো। তবে কত হেক্টর জমির ফষল ক্ষতি হয়েছে তা জানাতে পারেন নি।
(এমআর/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)




পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test