E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় সবুজ সোনার বাম্পার ফলন

২০১৫ মার্চ ১০ ১৬:০৮:০৮
কলাপাড়ায় সবুজ সোনার বাম্পার ফলন

কলাপাড়া(পটুয়াখালী)  প্রতিনিধি : ব্যস্ত সময় কাটাচ্ছে কলাপাড়ার শতশত তরমুজ চাষীরা। আর এক সপ্তাহ পরই ক্ষেতের এই “সবুজ সোনা” বিক্রি করতে পারবে, তাই ক্ষেতের তরমুজ চুরি ঠেকাতে এখন রাত জেগে পাহারার ব্যবস্থা করছে তারা। ক্ষেতের মাঝখারে ছোট ছোট ঝুঁপড়ি করে তাতে দলবদ্ধ ভাবে পাহারার বসিয়েছে। গত ৩/৪ দিনে ক্ষেতের তরমুজ চুরি হওয়ায় এ ব্যবস্থা করেছে কৃষকরা।

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার, ধানখালী ও চম্পাপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়,বিস্তীর্ন এলাকাজুড়ে শুধুই তরমুজের ক্ষেত। ২/৩কেজি সাইজের এই তরমুজ আর এক সপ্তাহ পরই বিক্রি করতে পারবে। কিন্তু তাদের এখস সমস্যা চোর। ধুলাসারের কৃষক আনোয়ার হোসেন জানায়, গত ৩/৪ দিনে প্রায় ৪/৫’শ তরমুজ চুরি হয়ে গেছে। রাতের আঁধারে একদল চোর ট্রলারে করে এসব তরমুজ চুরি করে নিয়ে গেছে। এছাড়া রাতে বিভিন্ন ধরনের জীবজন্তু ক্ষেতে ঢুকে তরমুজ নষ্ট করে দিচ্ছে। তাই তরমুজ চুরি ঠেকাতে তারা এখন রাত জেড়ে পাহারা দিচ্ছেন। চম্পাপুরের কৃষক আলামিন জানায়, এবার শিলা বৃষ্টিতে ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারলেও এখন সমস্যা চোর। কৃষক সবুজ তালুকদার জানায়, তিনি তিন কেজি ওজনের প্রায় সাতশ তরমুজ বিক্রি করেছেন। প্রতি’শ তরমুজ বিক্রি করেছেন ১৯’শ টাকায়। এখন ক্ষেতের তরমুজ ৪/৫ কেজি সাইজের হয়েছে। আর এক সপ্তাহের মধ্যেই বিক্রি করতে পারবেন যদি চুরি কিংবা প্রাকৃতিক দূর্যোগে নষ্ট না হয়।
ধানখালী ও চম্পাপুরের একাধিক কৃষক জানান, বর্তমানে তাদের প্রধান সমস্যা পরিবহন। কেননা হরতাল ও অবরোধের কারনে এবার ঢাকাসহ বিভাগীয় শহরের ক্রেতারা তরমুজ কিনতে সাহস পাচ্ছেন না। তার উপর চোরের সমস্যা। তাই এবার মনে হয় তরমুজ নিয়ে তাদের বিপাকে পড়তে হবে। কেননা আর এক সপ্তাহের মধ্যে অন্তত ৬০/৭০ কোটি টাকার তরমুজ বিক্রির উপযোগী হবে। যদি ক্রেতা না থাকে তাহলে ক্ষেতেই তা পঁচে যাবে।
তরমুজ ব্যবসায়ী সোহল মিয়া, এমদাদ হোসেন, জাফর গাজী জানান, তারা গত বছর প্রায় এক কোটি টাকার তরমুজ ক্রয় করেছেন। কিন্তু এবার মোকামে তরমুজ পাঠাতে ভয় হচ্ছে। তাই এবার হিসাব করে তরমুজ কিনতে হবে। আর এবার পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় উচ্চ মূল্যে তরমুজ বিক্রি হবে বলে তারা জানান।
কলাপাড়া কৃষি অফিস সূত্রে জানাযায়, কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, লতাচাপলী ও লালুয়া ইউনিয়নে প্রায় দুই হাজার হেক্টর জমিতে এবার তরমুজ চাষাবাদ হয়েছে।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, এবার শিলা বৃষ্টি হলেও তরমুজের ফলন ভালো হয়েছে। তবে সাইজ কিছুটা ছোট হয়েছে।

(এমআর/পিবি/মার্চ ১০,২০১৫)



পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test