E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

২০১৫ মার্চ ২৫ ১৭:০১:১২
শেরপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :  শেরপুরের নকলায় পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্দ্র জরিপ প্রদর্শনীর ওপর এক মাঠ দিবস হয়েছে। ২৫ মার্চ বুধবার বিকেলে নকলা উপজেলার পাইশকা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বোরো ফসলে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় এবং রোগবালাইর আক্রমন পর্যবেক্ষণ, প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতেই এ অতন্ত্র জরিপ প্রদর্শনী প্লট স্থাপন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্ত্র জরিপ পূর্বাভাস ও সতর্কীকরণ কর্মসূচী’র আওতায় নকলা উপজেলা কৃষি অফিস এ মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে স্থানীয় গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ীর উপ-পরিচালক ড. মো. আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। মাঠ দিবসে এলাকার দেড় শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
(এইচবি/পিবি/মার্চ ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test