E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কৃষক সব জানে এরকম ভাবাটা আহম্মকের কাজ’

২০১৫ এপ্রিল ০৫ ১৬:০৩:০২
‘কৃষক সব জানে এরকম ভাবাটা আহম্মকের কাজ’

স্টাফ রিপোর্টার : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষিতে প্রযুক্তির ছোঁয়া এবং যে উৎকর্ষতা লেগেছে কৃষককে তা স্পষ্ট ভাষায় বোঝাতে হবে। তিনি বলেন, কৃষক সব জানে এরকম ভাবাটা আহম্মকের কাজ।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন দিনব্যাপী ‘জাতীয় কৃষি প্রযুক্তি মেলা ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর ফার্মগেট এলাকার (কৃষি খামার সড়ক) আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, সুখে থাকবো দিবানিশি’ এ স্লোগান সামনে নিয়ে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে ও কৃষি মন্ত্রণালয় এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী মঙ্গলবার।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, কৃষিতে নতুন নতুন আবিস্কার করলেই হবে না, তা কৃষককে বোঝাতে হবে। কৃষকের ভাষাতেই প্রযুক্তির সব বিষয় তুলে ধরতে হবে। কৃষক যখন প্রযুক্তির নানা আবিস্কার দেখবে তখনই কৃষক সেসব ব্যবহার শুরু করবে। এসব বিষয়ে খেয়াল রেখেই প্রচার চালাতে হবে।

কৃষিকে লাভজনক করতে বিজ্ঞানের ওপর জোর দিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে বিজ্ঞানভিত্তিক নানা পদক্ষেপের কারণেই খাদ্য উৎপাদনে আজ আমরা নিজেদের স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। তাই প্রযুক্তি নির্ভর কৃষির কোনো বিকল্প নেই। লবাক্ততা সহিঞ্চু বিভিন্ন জাত আবিস্কার খাদ্য উৎপাদনে নতুন দিক উন্মেচন করেছে।

মতিয়া চৌধুরী বলেন, কৃষিক্ষেত্রে যেটুকু অর্জন হয়েছে তার সিংহভাগই এসেছে দেশের কৃষক ও কৃষিজীবিদের অক্লান্ত প্রচেষ্টায়। তাই কৃষকের চাহিদা অনুযায়ী আমাদের বিভিন্ন সেবার মান স্বচ্ছ ও আধুনিক হতে হবে।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test