E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় শিলাবৃষ্টিতে বোরোধান লক্ষ্যমাত্রা অর্জিত হবে না

২০১৫ এপ্রিল ০৯ ১৫:০৩:২১
সাতক্ষীরায় শিলাবৃষ্টিতে বোরোধান লক্ষ্যমাত্রা অর্জিত হবে না

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা  বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে চলতি মৌসুমে উৎপাদন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) সূত্রে জানা গেছে, এবার সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ৭৪ হাজার ২৮৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে হাইব্রিড ১৩ হাজার ৫৮০ হেক্টর ও উফশী ৬০ হাজার ৭০৫ হেক্টর জমি। এবার জেলায় উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে দু’ লাখ ৯৫ হাজার ৩৩৭ মেট্রিক টন ধান।

সরেজমিনে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে গত দুই তিন দিনের ঝড় ও শিলা বৃষ্টিতে বেশ কিছু এলাকার সদ্য পাকতে শুরু করা ও কাঁচা ধান গাছ মাটিতে পড়ে গেছে।
তালা উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার রহমান জানান, এবার তিনি তিন বিঘা জমিতে বোরো চাষ করেছেন। মঙ্গলবারের ঝড় ও শিলাবৃষ্টিতে সাড়ে পাঁচকাঠার মতো জমির কাঁচা ধান গাছ মাটিতে পড়ে গেছে। ফলে তার উৎপাদন কমে যাবে।
পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার কৃষক আব্দুল জব্বার জানান, চাষ করা চারবিঘার ম মধ্যে গত রোববারের ঝড় বৃষ্টিতে তার ১১ কাঠা জমির আধাপাকা ধান গাছ মাটিতে পড়ে গেছে। একইভাবে কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের আতিয়ার মোড়ল, মোজাম ঢালীর এক বিঘা করে ধান মাটিতে পড়ে গেছে উল্লেখ করে তারা বলেন, ধান পাকতে বাকি কয়েক দিনের মধ্যে আবারো ঝড় বৃষ্টি হলে উৎপাদিত ধানে তাদের লাঙ্গল ,সার, বীজ, কীটনাশকও মজুরি খরচ উঠবে না।
একইভাবে ঝড়ে ধান পড়ে যাওয়ায় চিটে হয়ে যাওয়ায় আশাতীত ফলন না হওযার সম্ভাবনার কথা বলেন, কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সূর্য সাধুখাঁ, জয়পত্রকাটি গ্রামের নুরুল হক সরদার, আশাশুনির খাজরা গ্রামের রমজান আলী , সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের হাতেম আলী ও ছাতিয়ানতলা গ্রামের স্বর্ণলতা হাজরা। আগামিতে আর ঝড় বৃষ্টি না হলে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানান।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জানান, সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষয় ক্ষতি হিসাবের মধ্যে পড়ে না। জেলার বিভিন্ন এলাকায় আবাদ হওয়া জমির কোথাও কোথাও যৎ সামন্য ধানের গাছ বাতাসে হেলে পড়লেও কৃষকদের ভয়ের কিছু নেই। লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার মোট উৎপাদনে কোন প্রভাব পড়বে না।

(আরখে/পিবি/ এপ্রিল ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test