E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ঝড়ের পর বোরোর ফলন নিয়ে শংকিত চাষীরা

২০১৫ এপ্রিল ০৯ ১৫:১৭:৫১
বগুড়ায় ঝড়ের পর বোরোর ফলন নিয়ে শংকিত চাষীরা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ঘূর্ণি ঝড়ে বোরোর ক্ষেতে ক্ষতি হয়েছে। জেলায় প্রতিবছর বোরোর বাম্পার ফলন পেয়ে আসলেও চলতি মৌসুমে বাম্পার ফলন পাবে কিনা এনিয়ে চিন্তিত হয়ে পড়েছে বোরো চাষীরা। কৃষি অফিস বলছে বোরোর এখন পরাগায়ন সময়। এসময় বোরোর তেমন ক্ষতি হবে না।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বগুড়া জেলায় এবার ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৯০ হেক্টর জমিতে। ফলন ধরা হয়েছে সাড়ে ৭ লাখ ৫৫ হাজার ১৪২ মেট্রিক টন (চাল আকারে)। চলতি বছর আবাহাওয়া অনুকুলের সাথে সাথে সার বীজ সময়মত প্রয়োগ করা হয়েছে। গত বছর মোট আবাদ হয়েছিল ১ লাখ ৯২ হাজার ৩২০ হেক্টর। আর টার্গেট ধরা হয়েছিল ১ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে। চাল আকারে উৎপাদন ৭ লাখ ধরা হলেও অর্জিত হয়েছে ৮ লাখ ১০ হজার ১৮৬ মেট্রিক টন। গত মৌসুমে বিঘা প্রতি ফলন পাওয়া গেছে ২২/২৩ মন করে। বোরোর ক্ষেতে এখনো শীষ বের হয়নি। দুই একটি স্থানে শীষ বের হওয়ার খবর পাওয়া গেছে। তবে বেশ কিছু এলাকায় ধানের ক্ষেত জমির সাথে মিশে গেছে। আবার আশপাশের গাছপালা, ঘরের চালা ক্ষেতের মধ্যে পড়ে কিছুটা ক্ষতিসাধাণ হয়েছে। কিন্তু সে ক্ষতি প্রাকৃতিকভাবেই পুষিয়ে যাবে।
বগুড়া সদরের মাটিডালি এলাকার ইফতারুল ইসলাম মামুন জানান, চলতি বছর ১০ বিঘা জমিতে বোরোর আবাদ করা হয়েছে। গত ৪ এপ্রিল বৃষ্টি ও ঝড়ে সব ক্ষেতের বোরোর চারা হেলে পড়েছে। রোদের তীব্রতা বাড়ার সাথে সাখে কিছু কিছু আবার বোরোর ক্ষেত সতেজ হতে শুরু করেছে। ফলন কেমন হবে সেটা বলা যাচ্ছে না।
বগুড়ার ধুনট উপজেলা সদরের বেরো চাষি মোঃ আমিনুল জানান, সময়মত বোরোর আবাদ শুরু করা হয়। কিন্তু ঘুর্ণিঝড়ে ক্ষেতের চারা হেলে পড়েছে। কোথাও কোথাও আবার আশপাশের গাছপালা ভেঙ্গে পড়েছে। সেগুলো পরিস্কার করা হয়েছে। ধানের শীষ বের হতে আরো কয়েকদিন সময় লাগবে। দুই একটি ক্ষেতে পরাগায়ন শুরু হয়েছে।
বগুড়ার গাবতলীর উপজেলার রঞ্জু ইসলাম জানান, বোরোর চাষ হয়েছে। এখন শীষ বের হওয়ার সময়। ঝড়ে ক্ষেতের কতটুকুল ক্ষতি হয়েছে এখনই বলা যাচ্ছে না। সময়মত শীষ বের না হলে বলা সম্ভব। একারণে বলাও যাচ্ছে না। এবার ফলন কেমন হবে।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঝড়ে বোরোর যে ক্ষতি হয়েছে তা ক্ষেত থেকে সমাধান হয়ে যাবে। যদি শীষ থাকতো তাহলে ব্যাপক ক্ষতি হতো। বিভিন্ন এলাকায় হেলে পড়া বোরোর ক্ষেত সতেজ হতে শুরু করেছে।

(এএসবি/পিবি/ এপ্রিল ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test